মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য সুখবর! অক্টোবর থেকে কলকাতা থেকে চালু হচ্ছে বাটিক এয়ার

Main দেশ বিদেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

 Published on: সেপ্টে ১৯, ২০২২ @ ০০:৪০
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৯ সেপ্টেম্বর: পুজোর মরশুমে কলকাতা থেকে মালয়েশিয়া ভ্রমণে ব্যাপক সাড়া পড়েছে। আর সেদিকে তাকিয়ে কলকাতা থেকে চালু হচ্ছে এক নয়া উড়ান পরিষেবা। বাটিক এয়ার মালয়েশিয়া নামে এই বিমান কোম্পানি তাদের পরিষেবা চালু করছে অক্টোবর মাস থেকে। আগামিকাল ২০ সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ার কুচিং-এ শুরু হতে চলেছে ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র কনভেনশন।পর্যটনের কথা মাথায় রেখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন। তা নিয়ে সংবাদ প্রভাকর টাইমস-এর মুখোমুখি হয়ে এক বিশেষ সাক্ষাৎকারে টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি জানিয়েছেন এই সুখবর। বাটিক এয়ারলাইন্সের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই তিনি বলেছেন যে বাটিক এয়ার মালয়েশিয়া ১ অক্টোবর থেকেই শুরু করছে তাদের কল্কাতা-মালয়েশিয়া বিমান পরিষেবা।

বাংলা থেকে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হোক

বর্তমানে একাধিক বিমান কলকাতা থেকে মালয়েশিয়া চলাচল করে। তবু চাহিদা আছে। আর সেই চাহিদার কথা মাথায় রেখেই এবার কলকাতা থেকে চালু হতে চলেছে বাটিক এয়ার মালয়েশিয়ার নয়া বিমান পরিষেবা। টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি এসপিটি-কে বলেন-“ এখন কলকাতা থেকে বাটিক এয়ারলাইন্স চালু হতে চলেছে। সপ্তাহে চারবার এই এয়ারলাইন্স তাদের পরিষেবা চালু রাখবে।আমরা চাইছি, বাংলা থেকে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হোক। মিডল-ইস্ট, ইউরোপ, ইউএসএ থেকে সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু হোক। সরকার খুব সহযোগিতা করছে। সরকার এই বিষয়ে একটা টাস্ক ফোর্স তৈরি করেছে। সব এজেন্সিকে বলা হয়েছে।এয়ারলাইন্স কোম্পানিগুলিকে বলা হয়েছে।এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল আছে। ব্যবসা বাড়াচ্ছে। আমরা খুশি যে, সবাই এ ব্যাপারে এগিয়ে আসছে।এটা তারই একটা ফল বলা যেতেই পারে।“

১ অক্টোবর থেকে চলবে কলকাতা-মালয়েশিয়া রুটে

“আগে মালিন্দো এয়ারলাইন্স নাম ছিল। এখন সেটাই বাটিক এয়ারলাইন্স হয়েছে। ১ অক্টোবর থেকে সপ্তাহে চারদিন কলকাতা-মালয়েশিয়া রুটে সরাসরি চলবে এই বিমান। ইতিমধ্যে বিমানের সব আসন সম্পূর্ণ হয়ে গিয়েছে। এটা খুবই ভালো দিক। বাটিক এয়ারলাইন্সের সঙ্গে কথা হয়েছিল যে প্যাসেঞ্জার যদি বেশি হয় তাহলে তারা প্রতিদিন চালু রাখবে তাদের পরিষেবা। মালয়েশিয়া জায়গাটা সস্তা। সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড যেমন। শপিং-এর জন্য ভাল। বিনোদনের জন্য ভাল। সাইট সিন ভাল আছে। খাবারের গুণগত মান একেবারে ভারতের মতোই। যার জন্য এত জনপ্রিয়।”

জেনে নিন বাটিক এয়ার মালয়েশিয়া সম্পর্কে কিছু কথা

বাটিক এয়ার মালয়েশিয়া (পূর্বে মালিন্দো এয়ার নামে পরিচিত) হল একটি মালয়েশিয়ান হাইব্রিড-ফুল সার্ভিস ক্যারিয়ার, ইন্দোনেশিয়ান লায়ন এয়ার গ্রুপের একটি সহযোগী বাহক, যার সদর দফতর পেটালিং জায়া, সেলাঙ্গর, মালয়েশিয়াতে রয়েছে। মূল নাম মালিন্দো মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে একটি সমবায় চুক্তিকে নির্দেশ করে।

2017 সালের শুরুর দিকে, এয়ারলাইনটি মালিন্দো এয়ারকে “বাটিক এয়ার মালয়েশিয়া”-তে পুনরায় ব্র্যান্ড করবে বলে আশা করা হয়েছিল যা আন্তর্জাতিক রুটে ফোকাস করবে যখন এর সহযোগী এয়ারলাইন, বাটিক এয়ার ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ রুটে পরিষেবা দেয়। এয়ারলাইনটি ধীরে ধীরে তার বিমানে বাটিক এয়ার মালয়েশিয়ার লোগো এবং লিভারি ফিচার করা শুরু করেছে।

Published on: সেপ্টে ১৯, ২০২২ @ ০০:৪০


শেয়ার করুন