রাজ্যে তো মেলা, খেলা আর যাত্রা উৎসবের সরকার চলছে, তোপ সোমেনের

রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ২১, ২০১৮ @ ২১:২৩

এসপিটি নিউজ, কলকাতা, ২১ সেপ্টেম্বরঃ প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল অধীর চৌধুরীকে। সেই জায়গায় ফিরিয়ে আনা হল প্রাক্তন প্রদেশ সভাপতি সোমেন মিত্রকে। দায়িত্ব পেয়েই তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন তিনি। সর্বভারতীয় এক নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “রাজ্যে কি সরকার চলছে নাকি! মেলা, খেলা আর যাত্রা উৎসবের সরকার চলছে।”

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে সোমেন মিত্র বলেন, তৃণমূলের সঙ্গে সমঝোতা করে কংগ্রেসের কোনওদিন লাভ হয়নি। এখানে কি কোনও সরকার চলছে নাকি? মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে তাঁর কটাক্ষ-“তিনবার তো বিদেশ সফর করলেন। বিদেশ থেকে ক’টাকা বিনিয়োগ হয়েছে বলুন তো?”

একই সঙ্গে তিনি পুরনো কংগ্রেস কর্মীদের দলে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, “আমি তো হারকিউলিস নই। তবে চেষ্টার কোনও খামতি থাকবে না।”একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন-“১৯৯৮ সালের ১ মে দলের হারের দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছিলাম। ফের দু’দশক পর দল আমায় আবার দায়িত্ব দিল। এখন সবার আগে সংগঠনকে শক্তিশালী করতে হবে। তবে হাইকম্যান্ডের নির্দেশ তো মেনে চলতেই হবে।” জানান প্রদেশ সভাপতি।

Published on: সেপ্টে ২১, ২০১৮ @ ২১:২৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 5 =