মাত্র ৬৪ বছরেই থেমে গেল খ্যাতনামা গায়ক মহম্মদ আজিজের

Main দেশ
শেয়ার করুন

Published on: নভে ২৭, ২০১৮ @ ১৯:৩৪

এসপিটি নিউজ, মুম্বই, ২৭ অক্টোবরঃ হিন্দি সিনেমার বহু হিট গানের শিল্পী খ্যাতনামা গায়ক মহম্মদ আজিজ আজ মুম্বইয়ের নানাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাত্র ৬৪ বছর বয়সেই ভারতের এই খ্যাতনামা শিল্পীর সঙ্গীত সফর থেমে গেল। কলকাতায় একটি অনুষ্ঠান শেষে মুম্বই ফেরার পর বিমানবন্দরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় শিল্পীর।

মহম্মদ আজিজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে আসে। তাঁর এক ঘ্নিষ্ঠ মহল সূত্রে জানা গেছে যে তিনি সোমবার তিনি কলকাতায় একটি ইভেন্টে গিয়েছিলেন কলকাতায়।সেখান থেকে দুপুরে তিনি মুম্বই ফিরে আসেন। তিনি গাড়ির চালককে তাঁর শরীর খারাপের খবর দেন। তখন চালক সোজা মুম্বই-এর নানাবতী হাসপাতালে নিয়ে যান।

১৯৫৪ সালে পশ্চিমবঙ্গের অশোকনগরে জন্মগ্রহণ করেছিলেন মহম্মদ আজিজ। তাঁর একাধিক সুপারহিট গান আছে। আছে বাংলা ও ওড়িয়া ভাষাতেও একাধিক সুপারহিট গান। একটা সময় তাঁকে গানের জগতে মহম্মদ রফির উত্তরসূরী বলে মানতে শুরু করেছিলেন। তিনি নানা ভাষায় ২০ হাজার গান গেয়েছেন।

ছোটবেলায় মহম্মদ আজিজ ছিলেন রফির গানের ভক্ত। বলিউডে তাঁকে মুন্না নামেই ডাকত। বাংলা ছবি ‘জ্যোতি’তে গান গেয়ে তাঁর সঙ্গীত কেরিয়ার শুরু হলেও ১৯৮৪ সালে তিনি মুম্বই আসেন। যেখানে হিন্দি ছবি ‘অম্বর’-এ গান গেয়ে বলিউড যাত্রা শুরু হয়। ১৯৮৬ সালে অমৃত ছবিতে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন। যে ছবিতে তাঁর কণ্ঠে গাওয়া ‘দুনিয়া মে কিতনা গম হ্যায়’ সুপারহিট হয়েছিল। তাঁর গানের জনপ্রিয়তা অমিতাভ বচ্চনের ছবি মর্দ-এ ‘মর্দ টাঙ্গেওয়ালা’ গেয়েছিলেন।

তিনি সঙ্গীত পরিচালক কল্যানজী-আনন্দজী, লক্ষ্মীকান্ত-পেয়ারিলাল, রাহুল দেব বর্মন, নৌশাদ, ও পি নায়ার, বাপ্পি লাহিড়ি, রাজেশ রোশন, রাম্লক্ষ্মন, রবীন্দ্র জৈন, উষা খান্না, আনন্দ-মিলিন্দ, নাদিম-শ্রাবন, জতিন-ললিত, অনু মালিক, দামোদর, রাও, আনন্দ রাজ আনন্দ এবং আদেশ শ্রীবাস্তব-এর সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন।

তাঁর সুপারহিট গানগুলির মধ্যে ‘নাগিনা’ ছবিতে “আজকল কুছ অউর ইয়াদ…”, বেতাব ছবিতে “তেরা গম অগর ন হোতা…”, রাম অবতার ছবিতে “উঙ্গলী মে অঙ্গুঠী…”, সিন্দুর ছবিতে “প্তঝড় সায়ন বসন্ত বহার…”, মুহত ছবিতে “পেয়ার হামারা অমর রহেগা।।”, খুদগর্জ ছবিতে “আপ কে আ জানে সে…”, চালবাজ ছবিতে “তেরা বীমার মেরা দিল…” গানগুলি আজ স্মরনীয় হয়ে আছে।

Published on: নভে ২৭, ২০১৮ @ ১৯:৩৪

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

42 − 36 =