মমতার কটাক্ষ- হিন্দুস্তানের প্রধানমন্ত্রী হয়ে খালি পাকিস্তানের নাম করে চলেছে, উনি কি পাকিস্তানের অ্যাম্বাসেডর

দেশ রাজ্য
শেয়ার করুন

মমতা বলেন- “এটা সভ্যতার লজ্জা, এটা মানবিকতার লজ্জা, এটা গণতন্ত্রের লজ্জা। আজ দেশের মানুষকে আবার প্রমাণ করতে হবে তুমি এদেশের নাগরিক।”

Published on: জানু ৩, ২০২০ @ ১৭:১৯ 

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ৩ জানুয়ারি:  নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গোটা রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিল অব্যাহত। শুক্রবার শিলিগুড়িতে লক্ষাধিক মানুষকে নিয়ে দলমত নির্বিশেষে এনআরসি-সিএএ–এনপিআর বিরোধী প্রতিবাদ মহামিছিল সংঘটিত করলেন। আর মিছিল শেষে গোটা উত্তরবঙ্গবাসীদের সামনে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষ করে বললেন- হিন্দুস্তানের প্রধানমন্ত্রী হয়ে খালি পাকিস্তানের নাম করে চলেছেন।

প্রধানমন্ত্রী্র মুখে পাকিস্তানের নাম শুনতে চাই না-মমতা

মমতা বলেন- “আজ আমরা এতগুলি সরকার গড়েছি কখনও এমনটা হয়নি। কিন্তু আজ দুঃখের সঙ্গে বলছি- এটা সভ্যতার লজ্জা, এটা মানবিকতার লজ্জা, এটা গণতন্ত্রের লজ্জা। আজ দেশের মানুষকে আবার প্রমাণ করতে হবে তুমি এদেশের নাগরিক। আমি আমাদের প্রধানমন্ত্রীকে একটা প্রশ্ন করতে চাই- আমাদের দেশ সব থেকে বড় গণতন্ত্রের দেশ। এটা সকলেই জানে। তাহলে আপনি কেন সব সময় কথায় কথায় পাকিস্তানের সঙ্গে আমাদের দেশের হিন্দুস্তানের তুলনা করেন। আপনার লজ্জা হয় না? আমরা পাকিস্তানের কথা শুনতে চাই না। আমরা হিন্দুস্তানের কথা শুনতে চাই। শুধু হিন্দুস্তানের কথা বলুন। পাকিস্তানের কথা বলা বন্ধ করুন।”

প্রশ্ন করলেন মমতা

এরপর মমতার সংযোজন- “এমন একটা ভাব দেখানো হচ্ছে যেন উনি পাকিস্তানের অ্যাম্বাসেডর হয়ে গেছেন। আমরা পাকিস্তানকে সমর্থন করি না। কেউ যদি বলে আমাকে একটা চাকরি দাও- তাকে বলা হয় তুমি পাকিস্তান চলে যাও। আবার কেউ যদি বলে আমাদের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তখনও তাকে বলা হচ্ছে তুমি পাকিস্তানে চলে যাও। কেন, কেন এমন হবে? হিন্দুস্তানের প্রধানমন্ত্রী হয়ে খালি পাকিস্তানের নাম করে চলেছেন। কিছু সমালোচনা করলেই তাকে বলা হচ্ছে পাকিস্তানে গিয়ে করো? কেন করবো? এটাই আমাদের দেশ ভারতবর্ষ। এটাই আমাদের জন্মভূমি। এটাই আমাদের বাসস্থান। হিন্দুস্তানে থেকেই আমাদের দেশের চর্চা করে যাব।”

এরপর মমতা ছন্দ মিলিয়ে বলে ওঠেন- ত্যাগ কা নাম হ্যায় হিন্দু/ইমান কা নাম হ্যায় মুসলমান/ পেয়ার কা নাম হ্যায় ইশাই/ শিখ কা নাম হ্যায় বলিদান/ ইয়ে হামারা পেয়ারা হিন্দুস্তান।

Published on: জানু ৩, ২০২০ @ ১৭:১৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

64 − = 60