প্রতিষ্ঠা দিবসে প্রতিবাদে মুখর প্রাণী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, উপাচার্যের ঘরের সামনে অবস্থান শিক্ষকদের

প্রাণী ও মৎস্য বিজ্ঞান রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৩, ২০২০ @ ২৩:৩২

এসপিটি নিউজ, কলকাতা, ৩ জানুয়ারি:  প্রায় এক বছর ধরে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের প্রতিবাদ বিক্ষোভ চলছে। এবার সেই জায়গায় সংযোজিত হল ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের ২৬তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে মৎস্য বিজ্ঞান বিষয়ক বিভাগের ছাত্রছাত্রীরা তাদের চার বছরের বিএফএসসি ডিগ্রির যোগ্য সম্মান রক্ষার্থে অনুষ্ঠান মঞ্চের কাছে এসে প্রতিবাদ-বিক্ষোভ দেখান। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পূর্ণেন্দু বিশ্বাসের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান শিক্ষক ও অশিক্ষক কর্মীরা।

বর্তমানে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় খবরের শিরোণামে উঠে এসেছে তাদের একদিকে যেমন ভালো কাজকর্ম ঠিক তেমনই শিক্ষক-অশিক্ষক কর্মীদের ন্যায্য দাবি থেকে দীর্ঘদিন বঞ্চিত করে রাখার জন্য। এই অভিযোগ এনে তারা একাধিকবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের সামনে বসে বিক্ষোভ দেখিয়েছে।

তবে সাম্প্রতিককালে শিক্ষাক্ষেত্রে আবারও ছাত্র বিক্ষোভের ছবি ফুটে উঠল প্রাণী বিশ্ববিদ্যালয়ের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের দিন। যেখানে বিশ্ববিদ্যালয় বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড হিসেবে সায়ন্তন ভট্টাচার্য ও সায়রী চক্রবর্তীর নাম ঘোষণা করেন। তারা গোল্ড মেডেল গ্রহণ করে অবশেষে মৎস্য বিজ্ঞান বিভাগের চার বছরের ডিগ্রি বিএফএসসি-র প্রতি যোগ্য সম্মান দেখানোর জন্য এই অ্যাওয়ার্ড ফিরিয়ে দেন। পরে তারা হাত কেটে রক্ত দিয়ে এই ডিগ্রি কোর্সের নাম লিখে সম্মান দেখান।

পাশাপাশি শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও উপাচার্যের ঘরের সামনে বসে তাদের ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে বিক্ষোভ দেখান।শিক্ষক-শিক্ষিকাদের এই কর্মবিরতি ও অবস্থানের জেরে বিশ্ববিদ্যালয়ের দুটি ক্যাম্পাসেই পঠন-পাঠন বন্ধ রয়েছে। পশু হাসপাতালেও চিকিৎসা পরিষেবা মিলছে না।

Published on: জানু ৩, ২০২০ @ ২৩:৩২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + = 10