মমতার কটাক্ষঃ কি, মিস্টার নির্বাচন কমিশন- এসব করে মোদিকে জেতাতে পারবেন তো?

Main রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

সীতারমন বলেছিলেন- মুখ্যমন্ত্রীর প্রচার বন্ধ করা হোক। আর তারপই এই সিদ্ধান্ত কার্যকর করলো কমিশন।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অসাংবিধানিক ও পক্ষপাতদুষ্ট।

এসব করে নরেন্দ্র মোদি আর অমিত শাহকে পুরস্কার দিল নির্বাচন কমিশন।

Published on: মে ১৫, ২০১৯ @ ২৩:৫৩

এসপিটি নিউজ, কলকাতা, ১৫মে: পশ্চিমবঙ্গে ৩২৪ ধারা প্রয়োগ করে ভোট প্রচারের সময়সীমা কমিয়ে দেওয়ার পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে অপসারিত করা এবং বিতর্কিত আইপিএস অফিসার রাজীব কুমারকে রাজ্য থেকে তুলে নেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটে নিজের বাড়িতে জরুরী সাংবাদিক বৈঠক ডেকে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে সমস্ত রাগ উগরে দেন।

বিজেপির নির্দেশেই এসব হয়েছে

মমতা বলেন-“এসব হয়েছে বিজেপির নির্দেশেই। য়ামাদের রাজ্যে আইন-শৃঙ্খলার কোনও সমস্যা নেই। শুধুমাত্র কেশপুরে আর অর্জুনের ওখানে একটা ঘটনা ঘটেছে। সেটাও একতা বিক্ষিপ্ত ঘটনা। এর বাইরে রাজ্যে সর্বত্র শান্তিপূর্ণ রয়েছে। আসলে ওদের সীতারমন বলেছিলেন- মুখ্যমন্ত্রীর প্রচার বন্ধ করা হোক্। আর তারপই এই সিদ্ধান্ত কার্যকর করলো কমিশন। এভাবে আমার আওয়াজ বন্ধ করা যাবে না। বাংলায় মিছিল করে গন্ডগোল বিজেপি করেছে।

কোথায় আছি আমরা?

বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বাংলাকে অপমান করা হয়েছে। আসলে বিদ্যাসাগরকে দিয়ে আবেগ মুছে ফেলতেই এই ব্যবস্থা। বাংলা এই অপমানের যোগ্য জবাব দেবে। অবসরপ্রাপ্ত আধিকারিকদের অবজার্ভার করা হয়েছে। বাংলাকে যারা অপমান করেছে আমরা ভোটের বাক্সে তার বদলা নেবো। বাংলা জম্মু-কাশ্মীর নয়, বিহার নয়, ত্রিপুরা নয় যে এখানে এমনটা জারি করতে হবে। এর নাম গণতন্ত্র? কোথায় আছি আমরা? প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনারা চুপ কেন?

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অসাংবিধানিক ও পক্ষপাতদুষ্ট বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন-“ফ্যাসিস্ট কায়দায় ভোট করছে মিস্টার নির্বাচন কমিশন। আসলে এসব করে নরেন্দ্র মোদি আর অমিত শাহকে পুরস্কার দিল নির্বাচন কমিশন।বিজেপি কলকাতায় গতকাল এক পরিকল্পিত অপরাধ প্রদর্শন করেছে। এত সব করার পরও নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিল না। কেন, এই সময় আপনারা চুপ কেন? ”

মোদি প্রসঙ্গে মমতা

“মোদি বাংলার মানুষকে ভয় পাচ্ছে। আমাকে ভয় পাচ্ছে। উনি বলছেন, আমি আসছি। পাগল না হলে এমনটা বলে। মোদি ভালোমতোই জানে, আমি ওকে চ্যালেঞ্জ করছি। মোদিবাবু, আপনি আমার সনজ্ঞে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারবেন না। বারানসীতে শুনেছি -মোদি যে র‍্যালি করেছে তাতে ১০০ কোটি টাকা খচ হয়েছে, এসব কি কমিশনের চোখে পড়ছে না। তখন কেন ব্যবস্থা নেওয়া হয় না।”

অমিত শাহ প্রসঙ্গে মমতা

অমিত শাহ মঙ্গলবার সকালে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনকে হুমকি দিয়েছিল। অমিত শাহ একদিন প্রচারে এসেই গন্ডগোল পাকালো। কাল যে রোড-শো করেছে তাতে নাকি শোনা গেছে ১৫ থেকে ২০ কোটি টাকা খরচ হয়েছে। এত টাকা কিভাবে খরচ করতে পারে? এসব কি নির্বাচন কমিশনের চোখে পড়ে না।

রাজীব, অত্রি প্রসঙ্গে মমতা যা বললেন

মমতা এদিন সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তোলেন- “রাজীব কুমারের বিরুদ্ধে এত রাগ কেন? হাওয়ালা ধরছে বলে? ও তো নির্বাচনের কাজের বাইরেই ছিল। একবার সরিয়েও হল না, এবার একেবারে দিল্লিতে নিয়ে যেতে হচ্ছে। নির্বাচন কমিশন তোমাদের রাজ্য কিছুই বলতে পারবে না। স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যের কি অপরাধ- শুধুমাত্র একটি চিঠি লিখেছিল বলে। রাজ্য কোনওরকম এক্তিয়ারভূক্ত কাজ করেনি।সে শুধু চিঠি দিয়ে বলছেন কেন্দ্রীয় বাহিনী যেখানে যাবে সেখানে আমাদের রাজ্য পুলিশকে নিয়ে যেতে পারেন। রাস্তাঘাট চিনে নেওয়া অনেক সুবিধার। রাজ্য পুলিশকে অন্ধকারে রেখে আধা-সেনাকে দিয়ে নির্বাচন করাচ্ছে। বাংলাকে কেন অপমান করলো মোদির কথায়।

মমতার কটাক্ষ

সবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে কটাক্ষ করে বলেন- ” বৃহস্পতিবার রাজ্যে মোদির দুটো সভা আছে। তাই তাঁর সভার জন্য কালকের দিনটা সময় দিল নির্বাচন কমিশন। কেন, আজ থেকেই তো বন্ধ করে দিতে পারতেন। করলেন না কেন, না মোদির সভা আছে তাই। কাল শেষ হয়ে যাচ্ছে মোদির সভা। তাই তাঁর প্রচার শেষ হওয়া মানেই অন্যান্য দলের প্রচার শেষ হওয়া।”

Published on: মে ১৫, ২০১৯ @ ২৩:৫৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

52 − 49 =