আলিপুর চিড়িয়াখানা ১ ফেব্রুয়ারি থেকে ফের প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকবে

Main দেশ বন্যপ্রাণ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৩০ জানুয়ারি: শীতের মরশুম শেষ। তাই আলিপুর চিড়িয়াখানা প্রতি  বৃহস্পতিবার ফের বন্ধ থাকবে। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৪ থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছেন আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত।

সংবাদ প্রভাকর টাইমস-কে আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত জানিয়েছেন- প্রতি বছর ১৫ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত আলিপুর চিড়িয়াখানা প্রতিদিন খোলা থাকে দর্শকদের জন্য। কারণ, এই সময়তা হল পিক সিজন। শীতের ভরা মরশুম। এই সময় চিড়িয়াখানায় দর্শকদের রাশ অনেক বেশি থাকে। তাই এই সময়টা চিড়িয়াখানা বন্ধ রাখা হয় না, প্রতিদিনই খোলা থাকে। ৩১ জানুয়ারির পর থেকে আবার চিড়িয়াখানা প্রতি সপ্তাহে বন্ধ রাখা হয়। এই নিয়ম চলে আসছে। তবে কোনও মাসে বৃহস্পতিবার যদি ছুটি পরে যায় তাহলে ওইদিনটি চিড়িয়াখানা খোলা রাখা হয়। সেক্ষেত্রে পরদিন শুক্রবার চিড়িয়াখানা বন্ধ রাখা হবে।

এবার চিড়িয়াখানায় প্রচুর দর্শক সমাগম হয়েছে বলে জানিয়েছেন শুভঙ্কর সেনগুপ্ত। তিনি বলেন- ২০২৪ সালের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি আলিপুর চিড়িয়াখানায় ৮৭ হাজার দর্শক সমাগম হয়েছিল। এমনকি, ১৪ জানুয়ারি চিড়িয়াখানায় ৫৬ হাজার দর্শকের জমায়েত হয়। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা জানান- ১ জানুয়ারি বিপুল দর্শক সমাগম, এটা জেনে নিয়ে আগে থেকেই আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছিল। ফলে এই ভিড় সামলাতে কনও অসুবিধা হয়নি।

“ভিড় সামলাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল, আমাদের চারদিকে চারটে গেট আছে। এই সিজনে প্রত্যকেটা গেট খোলা ছিল। ভিড় সামলানোর জন্য আমরা প্রতিটা কাউন্টার খুলে রেখেছিলাম। এবছর আমরা মোট ৩০টা কাউন্টার চালু করেছি। এর মধ্যে অনলাইন বুকিং সিস্টেমও চালু করেছি। এবছর আমরা টিকেটিং সিস্টেমকে কম্পিউটারাইজড এবং কিউআর কোড বেসিস করে দিয়েছি।”  বলেন আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত।


শেয়ার করুন