আধার কার্ড নিয়ে “সুপ্রিম” ফয়সালা-জেনে নিন কোথায় প্রয়োজন কোথায় নয়

দেশ
শেয়ার করুন

Published on: সেপ্টে ২৬, ২০১৮ @ ১৬:৫৩

এসপিটি নিউজ ডেস্কঃ বুধবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিলেন আধার কার্ডের সাংবিধানিক বৈধতার আছে। সেই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালত তার রায়ে এও জানিয়ে দেন যে কোন কোন ক্ষেত্রে আধার কার্ডের প্রয়োজন  আর কোথায় নেই।

আদালত এদিন তার রায় শোনানোর সময় জানিয়ে দেন- সরকারকে এটা সুনিশ্চিত করতে হবে যে কোনও অবৈধ প্রবাসীদের যেন আধার কার্ড না হয়। সেইসঙ্গে আদালত এও জানিয়ে দেন যে সব ক্ষেত্রে আধার কার্ডের প্রয়োজন নেই। এই আধার কার্ড গরিব মানুষের পরিচয় আর তার শক্তি। এও জানিয়ে দেন যে আধার কার্ডের নকল করার কোনও সম্ভাবনাই নেই। আধার কার্ডের উপর হামলা করা মানুষের উপর হামলা করার সমান।

কোথায় আধার লাগবে

  • আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়।
  • প্যান কার্ড করার সময়।
  • সরকারি প্রকল্প অথবা অনুদান পাওয়ার ক্ষেত্রে লাগবে।

কোথায় প্রয়োজন নেই

  • স্কুলে ভর্তির ক্ষেত্রে।
  • ইউজিসি, নীট, সিবিএসই পরীক্ষার সময় আধার কার্ড দরকার নেই।
  • ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সময়ও লাগবে না আধার কার্ড।
  • মোবাইলে নতুন সিম কেনার সময়ও লাগবে না আধার।
  • আদালত সেই সঙ্গে এও জানিয়ে দিয়েছে যে বেসরকারি সংস্থাগুলি কোনওভাবেই আধার কার্ড চাইতে পারবে না।
  • Published on: সেপ্টে ২৬, ২০১৮ @ ১৬:৫৩

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 5 =