ভোটে ডবল সেঞ্চুরি করে মমতা বললেন-এই ল্যান্ডস্লাইড ভিকট্রি বাংলার মানুষের জয়

Main দেশ ভোট সংবাদ
শেয়ার করুন

Published on: মে ২, ২০২১ @ ২০:২৪

এসপিটি নিউজ, কলকাতা, ২ মেঃ বিপুল সংখ্যক আসনে জয়ী হয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে নিজের প্রতিক্রিয়া জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে বলে দিলেন- বাংলার জয় হয়েছে, বাংলার মানুষের জয় হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন তাদের প্রথম অগ্রাধিকার হবে রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। রাজ্যবাসীকে ফ্রি ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কালীঘাটে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন- “আমি একটা টার্গেট করেছিলাম সেটা হচ্ছে ২২১। যেহেতু এটা ২১ সাল, ২২১ আমার একটা টার্গেট করা ছিল। কোনও একটা টিভি-র ইন্টারভিউতে আমাকে যখন ডাবল ইঞ্জিনের কথা বলা হয়েছিল, আমি বলেছিলাম ডবল সেঞ্চুরি করব। আজ আমি মানুষকে ধন্যবাদ জানাব- বাংলার জয় হয়েছে, বাংলার মানুষের জয় হয়েছে।বাংলার মা-বোনের জয় হয়েছে। বাংলার ভাই-বোনেদের জয় হয়েছে। সম্প্রীতির জয় হয়েছে, সংহতির জয় হয়েছে। বাংলা আজ সারা ভারতবর্ষকে বাঁচিয়ে দিয়েছে। বাংলার এই জয়ে সারা ভারতবর্ষের মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি।”

“বাংলার এই ল্যান্ডস্লাইড ভিকট্রি এত কঠিন লড়াই করে পুরো কেন্দ্রীয় সরকার, টোটাল এজেন্সি, ইলেকশন কমিশন আমার সঙ্গে খুব রূঢ় ব্যবহার করেছেন। তা সত্ত্বেও মনে রাখবেন- মানুষের এই জয় বাংলাকেই শুধু বাঁচিয়ে দিয়েছে তাই নয়, মনুষ্যত্বকে বাঁচিয়ে দিয়েছে। মানবিকতাকে বাঁচিয়ে দিয়েছে।”

মনে রাখবেন, এই ইলেকশনে দুটো স্লোগান খুব বাঁচিয়ে দিয়েছে। আমার ছোট ছোট ভাইরাও গেয়েছে- খেলা হবে আর জয় বাংলা। সত্যিই খেলা হয়েছে। খেলা শেষে আমরা জিতেছি।এই জন্য আমরা ৫০ হাজার ত্রিপল গ্রামের মানুষকে বিতরণ করব। কোভিড আমাদের প্রথম অগ্রাধিকার হবে। কোভিডের জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। কোভিডের জন্য আমরা বড় আকারে শপথ গ্রহণ করব না। এই ল্যান্ডস্লাইড ভিকট্রির পর মানুষ ছাড়া আর কোনও কথা মানায় না। মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। সবুজের ঝড়ে কোভিডের ঝড় আমরা সামলে নেব।”

“বিনা পয়সায় ভ্যাকসিন আমরা সবাইকে দেব। আমরা আজকের দিনে সেন্ট্রাল গরমেন্টকে অনুরোধ করব- সারা ভারতের ১৪০ কোটি মানুষের কাছে অবিলম্বে ফ্রি ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য। তা যদি না দেয় তাহলে গান্ধী মূর্তির সামনে আমি অনশন শুরু করব। সব রাজ্যই আমাদের অভিনন্দন জানিয়েছেন। আজ আমার মতো হ্যাপি আর কেউ নেই।এতটা পাব আমরা ভাবতেও পারিনি।”

সব শেষে মমতা বলেন- “আমার শুধু একটাই অনুরোধ থাকবে আমার তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে- আপনারা এত কাজ করেছেন, এত খেটেছেন চিন্তার কোনও কারণ নেই। আপনারা এই কোভিডের সময় বিজয় মিছিল না করলেই ভালো। আমরা বিজয় মিছিলের দিন পরে ঘোষণা করব। কোভিড কমে গেলে খুব বড় বিজয় মিছিল হবে এবং তা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করব।”

Published on: মে ২, ২০২১ @ ২০:২৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 3