তৃণমূলের জেলা সভাপতিকে হুমকি ভারতীর- ‘সময় এলেই হাটে হাঁড়ি ভেঙে দেবো’

Main রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

  1. ভারতী ঘোষের দাবি -“জনতার আদালত সব থেকে বড় আদালত। এই আদালতেই বিচার পাবে তৃণমূল।”

  2. “যারা চুরি করে দুর্নীতি করে তারাই সব সময় ভয় পায়।”

সংবাদদাতা– বাপ্প মন্ডল

ছবি– বাপন ঘোষ

Published on: এপ্রি ৭, ২০১৯ @ ০১:০৫

এসপিটি নিউজ, ঘাটাল, ৬ মার্চঃ ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের নির্বাচনী সভা থেকেই দলের জেলা সভাপতি অজিত মাইতি বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে আক্রমণ করে বলেছিলেন-ভোটে জেতা নয় তথ্য প্রমাণ লোপাট করাই ভারতী ঘোষের একমাত্র উদ্দেশ্য। সেই বক্তব্যের রেশ ধরেই আজ তার জবাব দিলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বললেন- ‘সময় এলেই হাটে হাঁড়ি ভেঙে দেবো।’

তৃণমূল শিবির ভয় পেয়েছে-ভারতী

1) ভারতী ঘোষ বলেন-“একদা তিনি জেলার পুলিশ সুপার ছিলেন। তাই দুর্নীতি তাঁর নখদর্পনে। সময় এলেই হাটে হাঁড়ি ভেঙে দেবো।”

2) সম্প্রতি রাজ্যে ভারতী ঘোষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এই বিষয়ে ভারতী বলেন-” আসলে তৃণমূল শিবির ভয় পেয়েছে। আর তাই এখন তারা আদালতের দ্বারস্থ হচ্ছে। ভারতী ঘোষের দাবি -জনতার আদালত সব থেকে বড় আদালত। এই আদালতেই বিচার পাবে তৃণমূল। এরপরই তাঁর সংযোজন- “যারা চুরি করে দুর্নীতি করে তারাই সব সময় ভয় পায়।”

Published on: এপ্রি ৭, ২০১৯ @ ০১:০৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 8