ভায়রাকে বাড়ি দেখতে বলে এখন মাথায় হাত গৃহকর্তার

রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৩১, ২০১৮ @ ১৮:৪৫

এসপিটি নিউজ,বারুইপুর, ৩১ জানুয়ারিঃ রক্ষকই ভক্ষক। যার হাতে বাড়ি রক্ষার দায়িত্ব সেই লক্ষাধিক টাকা আর গয়না নিয়ে চম্পট দিল।এমনই তাজ্জব ঘটনা ঘটেছে বিষ্ণুপুরের নেপালগঞ্জের কুলের দাঁড়ি গ্রামে।

ঘটনায় প্রকাশ, বিষ্ণুপুরের নেপালগঞ্জ কুলের দাঁড়ি এলাকার বাসিন্দা অজিত মণ্ডলের স্ত্রী হাসপাতালে ভর্তি। মঙ্গলবার সকালে তাকে দেখতে বাড়ি থেকে বেরিয়ে যান। ফাঁকা বাড়ির দায়িত্ব দিয়ে যান তার ভায়রাভাই মুর্শিদাবাদ বহরমপুরের বাসিন্দা সঞ্জয় রায়ের উপর। বুধবার সকালে বাড়ি ফিরে দেখেন ঘরের আলমারি ভাঙা। সেখান থেকে লক্ষাধিক টাকা আর গয়না উধাও।

এমনকী, তার ভায়রাভাই বেপাত্তা ও ফোনের সুইচ অফ। অজিতবাবু জানান, স্ত্রী সাতদিন ধরে হাসপাতালে ভর্তি। তার চিকিৎসার জন্য ঘরে ১ লক্ষ টাকা সহ স্ত্রীর সোনার আংটি,শাঁখা,পলা সব ছিল। যার হাতে ঘরের দায়িত্ব দিলাম সেই ভাইরাভাই এইসব জিনিস নিয়ে চম্পট দিয়েছে। ঘটনায় ভাইরাভাইয়ের নামে বিষ্ণু পুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Published on: জানু ৩১, ২০১৮ @ ১৮:৪৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

81 − = 73