জয়নগরে ধারালো অস্ত্রের কোপ তৃণমূলের যুব সভাপতিকে

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা- সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়

Published on: জানু ৩১, ২০১৮ @ ১৯:০৮

এসপিটি নিউজ,বারুইপুর,৩১জানুয়ারিঃ দলীয় কাজ সেরে রাতে বাড়ি ফিরছিলেন। আর সেই সময় হল আক্রমন। ঠিক পিছন দিক দিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হল জয়নগরে তৃণমূলের যুব সভাপতিকে। আক্রান্ত ঐ যুব সভাপতির নাম রাজ্জাক শেখ। তিনি জয়নগরের রাজাপুর-করাবাগ গ্রামপঞ্চায়েতের তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি।

অভিযোগ, বিজেপি-সিপিএমের লোকজন পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র,লাঠি,রড নিয়ে আক্রমণ চালায় তার উপর। রেজ্জাক শেখের গালে,গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে জয়নগর থানার করাবেগ হাটে।

জখম অবস্তায় রাস্তায় পড়ে চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে জয়নগরের পদ্মারহাট গ্রামীণ হাসপাতালে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনি।  এই ঘটনার পর রেজ্জাক শেখের পরিবার বিজেপি কর্মী বলরাম শিকারি, সনাতন শিকারি, ভগীরথ শিকারি আর সিপিএম কর্মী জয়দেব সরদার, সুব্রত সরদারের নামে অভিযোগ দায়ের করেছে।

জয়নগর থানার পুলিশ দুইজনকে আটক করেছে। আক্রান্ত তৃণমূল যুব সভাপতি রেজ্জাক শেখ জানায়, “করাবাগ হাট থেকে দলীয় কাজ সেরে গোদাবরে বাড়ি ফিরছিলাম।পিছন থেকে এসে আমাকে মেরে ফেলার উদ্দেশে ৫-৬ জন  বিজেপি আর সিপিএম কর্মীরা আক্রমণ করে।ধারালো অস্ত্র দিয়ে আমায় কোপায়। আমি এলাকায় সংগঠন করছিলাম তাই এই আক্রমণ।”

এই ঘটনার নিন্দা করে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জানান,পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই বিজেপি আর সিপিএম মিলিতভাবে এই আক্রমন চালিয়েছে।সক্রিয় যুব সভাপতিকে মেরে ফেলার জন্য ছক কষা হয়েছিল। থানাকে জানিয়েছি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে।

Published on: জানু ৩১, ২০১৮ @ ১৯:০৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 1 =