ভারত-ব্রিটেন উড়ান বন্ধের সময়সীমা 7 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো

Main দেশ বিমান ভ্রমণ
শেয়ার করুন

ভারত-ব্রিটেন উড়ান পরিষেবা বন্ধের মেয়াদ 8 জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।
আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধের সময়সীমা বাড়িয়ে 31 জানুয়ারি পর্যন্ত করা হল।

Published on: ডিসে ৩০, ২০২০ @ ১৬:৩৭

এসপিটি নিউজ: ব্রিটেনে করোনার নয়া স্ট্রেন মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এ কথা মাথায় রেখে আজ এক বিজ্ঞপ্তি জারি করে ভারত-ব্রিটেন উড়ান পরিষেবা বন্ধের সময়সীমা বাড়িয়ে 8 জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধের সময়সীমাও বাড়ানো হয়েছে।

ডাইরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন থেকে আজ এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, গত 21 ডিসেম্বর এই বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল যে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত ভারত-ব্রিটেন উড়ান পরিষেবা সাময়িক স্থগিত রাখা হবে। সেই সময়সীমা এবার বাড়িয়ে 7 জানুয়ারি পর্যন্ত করা হল। তবে এক্ষেত্রে সমস্ত কার্গো ও বিশেষ উড়ান পরিষেবা ডিজিসিএ-র অনুমোদন সাপেক্ষে বহাল থাকবে।

একইভাবে কোভিড-19 মহামারীর কারণে গত 26 জুন ডিজিসিএ-র জারি করা বিজ্ঞপ্তি অনুসারে সমস্ত আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধের সময়সীমা বাড়িয়ে 31 জানুয়ারি পর্যন্ত করা হল।এ ক্ষেত্রেও কার্গো ও বিশেষ বিমান পরিষেবা ডিজিসিএ-র অনুমোদন সাপেক্ষে বহাল থাকবে।

কেন্দ্রীয় বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী এক ট্যুইট করে লিখেছেন- “2021 সালের 7 জানুয়ারি পর্যন্ত ব্রিটেন থেকে ও সেখানে যাওয়ার জন্য উড়ানের অস্থায়ী স্থগিতাদেশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এরপরে কঠোরভাবে নিয়ন্ত্রিত পুনরায় শুরু হবে যার জন্য বিশদে শীঘ্রই ঘোষণা করা হবে।”

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি বলেন- করোনা কালে উড়ান পরিষেবায় কিছুটা তো ফারাক হয়েছে। আগের মতো এখনও স্বাভাবিক হয়নি আন্তর্জাতিক উড়ান পরিষেবা। ফলে বিদেশে যাতায়াতকারী মানুষদের খুবই অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে। তার উপর ব্রিটেনে করোনার নয়া স্ট্রেনের দাপাদাপিতে পরিস্থিতি আবারও কিছুটা জটিল আকার নিয়েছে। তবে ডিজিসিএ খুব ভেবে-চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের এই দুর্ভোগ সহ্য করা ছাড়া উপায় নেই।

Published on: ডিসে ৩০, ২০২০ @ ১৬:৩৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 4