ভারতীয় রেলওয়ের ২০২১-২২ সালে যাত্রী আয় বেড়েছে ৬১ শতাংশেরও বেশি

Main দেশ ভ্রমণ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: এপ্রি ৮, ২০২৩ @ ১০:৪৮
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ: ধীরে ধীরে ভারতীয় রেলওয়ে তার আয়ের দিক মজবুত করছে। কোভিড মহামারীর পর থেকে এই পরিস্থিতির উন্নতি হচ্ছে। যাত্রী আয়ের পরিমাণ ২০২০-২১ আর্থিক বছরের তুলনায় ৬১.১২ শতাংশ বেড়েছে। যাত্রী সংখ্যাও ২০২১-২২ সালে আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে।

ইন্ডিয়ান রেলওয়ে ইয়ার বুক ২০২১-২০২২এ এই বিষয়ে উল্লেখ করা হয়েছে। সেই রিপোর্টেই উঠে এসেছে নানা তথ্য। সেই তথ্য অনুসারে জানা গেছে, ২০২০-২১ সালে ভারতীয় রেলওয়ে ১,২৫০ মিলিয়ন যাত্রী বহন করেছিল, সেখানে ২০২১-২২ সালে সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে দাঁড়িয়েছে ৩,৫১৯ মিলিয়ন। যাত্রী কিলোমিটার-এর একটা পরিসংখ্যান রিপোর্টে উঠে এসেছে। জানা গেছে, রেলে প্রতিটি শ্রেণির ক্ষেত্রে গড় কিলোমিটার দূরত্ব দ্বারা ভ্রমণের সংখ্যাকে গুণ করে গণনা করা হয়। সেখানেও দেখা গেছে সংখ্যাটা দ্বিগুণেরও বেশি হয়েছে। ২০২০-২১ সালে ২৩১ বিলিয়ন ছিল, তা ২০২১-২২ সালে বেড়ে হয়েছে ৫৯০ বিলিয়ন।

যাত্রীদের থেকে আয় ২০২১-২২ সালে হয়েছে ৩৯,২১৪.৩৯ কোটি টাকা, যা ২০২০-২১ সালে আয়ের চেয়ে ২৩,৯৬৫.৯০ কোটি (৬১.১২%) বেশি। শহরতলির ট্র্যাফিক মোট উপার্জনে ৩.৪৯% অবদান রেখেছে। বাকি ৯৬.৫১% শহরতলী নয় এমন জায়গার যাত্রীদের কাছ থেকে এসেছে। এছাড়াও সেকেন্ড এবং স্লিপার মেইল বা এক্সপ্রেস যাত্রীদের থেকে আয় মোট যাত্রী আয়ের ৫১.০৫% নিয়ে গঠিত।

Published on: এপ্রি ৮, ২০২৩ @ ১০:৪৮


শেয়ার করুন