ভারতীয় বায়ু সেনার এমন সাহসী ভূমিকায় কুর্নিশ জানাচ্ছে গোটা বিলাসপুর

Main দেশ বিমান
শেয়ার করুন

Published on: আগ ১৭, ২০২০ @ ১০:০১

এসপিটি নিউজ ডেস্ক:   ঠিক সময় যদি ভারতীয় বায়ু সেনা সেখানে উপ্সথিত না থাকত, তখন কি হত সেই যুবকের- এই প্রশ্নের থেকেও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তলিয়ে যেতে থাকা সেই যুবককে কতটা তৎপরতার সাথে উদ্ধার করল আমাদের বায়ু সেনা। সত্যি, মাথা নীচু সকলে তাদের স্যালুট জানাচ্ছে। বিলাসপুর রেঞ্জের আইজি দীপংশু কাবড়া সংবাদ সংস্থা এএনআই-কে জানান যে রতনপুর খুটাঘাট বাঁধে ভারী জলপ্রবাহের কারণে এক ব্যক্তিকে উদ্ধারের জন্য ভারতীয় বায়ু সেনাকে অবনুরোধ জানিয়েছিলাম। তারা আমাদের অনুরোধে সাড়া দিয়ে সেই ব্যক্তিকে উদ্ধার করেছে। বিলাসপুর পুলিশ জানিয়েছে, এই জাতীয় প্রতিকূল আবহাওয়ায় আমাদের অনুরোধে উদ্ধার অভিযান শুরু করার জন্য ভারতীয় বিমানবাহিনীকে বড় স্যালুট।

Published on: আগ ১৭, ২০২০ @ ১০:০১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 46 = 53