ভারতীর তোপ-রাজীবকে বাঁচাতেই মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন, গত দেড় বছরে কেন তিনি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখেননি

Main রাজ্য
শেয়ার করুন

ভারতীর তোপ-

“প্রমাণ লোপাট করা পুলিশ কর্তাকে বাঁচাতেই মুখ্যমন্ত্রী রাস্তায় সত্যাগ্রহ করতে বসে গেলেন।”

“এই মুখ্যমন্ত্রী গত দেড় বছর ধরে কেন্দ্র সরকারের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি।বিভিন্ন মিটিংয়ে ডাকা হলেও তিনি এড়িয়ে গেছেন।

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

ছবি– বাপন ঘোষ

Published on: সেপ্টে ২১, ২০১৯ @ ০১:০৬

এসপিটি নিউজ, নারায়ণগড়, ২১ সেপ্টেম্বর: মুকুল রায়, রাহুল সিনহা, দিলীপ ঘোষের পর আরও একটি নাম যুক্ত হল ভারতী ঘোষ- যারা এক সুরেই দিল্লিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক নিয়ে কটাক্ষ করেছেন। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের কুশবসানে বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে যোগ দিতে এসে বিজেপি নেত্রী ভারতী ঘোষ রীতিমতো কড়া ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে প্রশ্ন তোলেন- কেন তিনি এতদিন বাদে দিল্লিতে দেখা করতে গেলেন?

মুখ্যমন্ত্রীর নাম না করে তাঁকে কটাক্ষ ভারতীর

ভারতী ঘোষ বলেন- “একসময় সারদা-নারদা কাণ্ড নিয়ে সাধারণ মানুষ সর্বস্বান্ত হয়ে পড়েছিল সেই সময় কিছু মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছিল,তখন কিন্তু কেউ সত্যাগ্রহ’ করতে রাস্তায় নামেনি, এরপর যখন দোষীদের খুঁজে বের করতে তদন্ত শুরু হলো তখন দেখা গেল এ রাজ্যের একজন পুলিশকর্তা সম্পূর্ণ প্রমাণ লোপাট করেছে, সেই সময় প্রশাসন যখন তার বাড়িতে গেল তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যাগ্রহ করতে রাস্তায় নামলেন।”

দেড় বছরে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ না রাখা নিয়ে খোঁচা

“এই মুখ্যমন্ত্রী গত দেড় বছর ধরে কেন্দ্র সরকারের সঙ্গে কোনো যোগাযোগ ব্যবস্থা রাখেনি, বিভিন্ন মিটিংয়ে ডাকা হলেও তিনি এড়িয়ে গেছেন, তাহলে আজকে কেন তিনি দৌড়ে গেলেন এ বিষয়ে আপনারাও জানেন আমরাও জানি। অতএব এককথায় তিনি কলকাতার প্রক্তন নগরপাল ও বর্তমান গোয়েন্দা প্রধান রাজীব কুমারকে বাঁচাতেই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেছেন তা পরিষ্কার, রাজ্যের স্বার্থের চেয়ে যখন ব্যক্তি বিশেষ বড় হয়ে দাঁড়ায়, ব্যক্তির স্বার্থ বড় হয়ে দাঁড়ায়- আজকে তাই আমরা দেখছি।”বলেন ভারতী ঘোষ।

কোথায় বুদ্ধিজীবীরা

পাশাপাশি বাবুল সুপ্রিয়র উপর হামলার প্রতিবাদে রাজ্যের বুদ্ধিজীবীদের উপর আঙুল তুললেন ভারতী ঘোষ। তিনি বলেন- রাজ্যের পরিস্থিতি নষ্ট হতে চলেছে, যেভাবে পুলিশ প্রশাসনের সামনেই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এর উপর হামলা হয়েছে এই সময় কোথায় ছিলেন বুদ্ধিজীবীরা?

Published on: সেপ্টে ২১, ২০১৯ @ ০১:০৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =