বেলপাহাড়িতে ল্যান্ডমাইন আতঙ্ক ছড়ানো্র চেষ্টা

রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ২, ২০১৮ @ ১৮:১৩

এসপিটি নিউজ, বেলপাহাড়ি, ২ সেপ্টেম্বরঃ গত সাত বছর জঙ্গলমহল শান্ত ছিল। এখনও তা আছে। কিন্তু ইদানীং এখানে নতুন করে মাও আতঙ্ক ছড়ানোর চেষ্টা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে ঝাড়গ্রামে সভা করতে এসে সরাসরি ঝাড়খণ্ড রাজ্যের বিজেপির দিকে নিশানা করে অভিযোগ করেছিলেন সেখান থেকে কিছু মানুষ এখানে অশান্তি বাঁধানোর চেষ্টা চালাচ্ছে।তিনি আরও অভিযোগ করে বলেছিলেন, পঞ্চায়েত ভোটে মাত্র কয়েকটি আসন জিতে বিজেপি ভাবছে কত কি না করে ফেলেছে। তারা তাই জঙ্গলমহলকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে আজ বেলপাহাড়িতে ল্যান্ডমাইন আতঙ্ক ঘিরে তপ্ত হয়ে ওঠে এলাকা।

জানা গেছে, এলাকার কিছু মানুষের চোখে প্রথম নজরে আসে বেলপাহাড়ির কুমারবাঁধে রাস্তার পাশে গর্ত করে পুঁতে রাখা কাঁচের বোতলের দিকে। খবর দেওয়া হয় পুলিশকে।বিষয়টিকে অনেকেই নাটক মনে করলেও পুলিশ কোনও ঝুঁকি নেয়নি।তারা বম্ব স্কোয়াডকে খবর দেয়। তারা এসে বোতলকে সনাক্ত করে জানিয়ে দেয় এটা সামান্য একটা কাচের বোতল। এতে বোমার কোনও চিহ্ন নেই।

তবে পুলিশ কিন্তু বিষয়টি নিয়ে বেশ সতর্ক। এই বেলপাহাড়ি কিন্তু মাও আঁতুরঘর বলে পরিচিত। মাওবাদীরা নানাভাবে কাজ করে থাকে। তারা এটাকে আতঙ্ক ছড়ানোর প্রক্রিয়া করেছে। এরপর যে তারা সত্যি সত্যি ল্যান্ডমাইন বসাবে না তার নিশ্চয়তা কোথায়? এই প্রশ্ন কিন্তু তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে পুলিশকে। তবে পুলিশ তদন্ত শুরু করেছে।

Published on: সেপ্টে ২, ২০১৮ @ ১৮:১৩

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 17 = 25