অ্যাডিলেডে ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ের সঙ্গে জুড়ে গেল এইসব রেকর্ড তথ্যগুলি

Main খেলা দেশ
শেয়ার করুন

Published on: ডিসে ১০, ২০১৮ @ ২০:১৫

এসপিটি স্পোর্টস ডেস্কঃ ভারতীয় ক্রিকেট ইতিহাসে আজ এক বিরলতম দিন। চার টেস্টের প্রথমটিতে ভারতীয় দল যেভাবে অষ্ট্রেলিয়া দলকে হারিয়ে দিল তা সত্যি অভূতপূর্ব। এর ফলে বাকি তিনটি টেস্ট যে আরও জমজমাট হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।টানা পাঁচদিন ধরে চলা এই টেস্ট ম্যাচের শেষ দিনে ভারতীয় দল অষ্ট্রেলিয়াকে ৩১ রানে হারিয়ে সিরিজ ১-০ এগিয়ে গেল তা নিয়ে গোটা ক্রিকেট দুনিয়া দেখল যে ভারত এখন ক্রিকেট শক্তি হিসেবে সত্যি দক্ষ করে তুলেছে। একই সঙ্গে এই জয়ের মধ্য দিয়ে তথ্যের রেকর্ড বুকে জুড়ে গেল অ্যাডিলেড টেস্টের নাম।আসুন জেনে নেওয়া যাক সেই তথ্যগুলি কি কি?

ভারত-২৫০, ৩০৭

অষ্ট্রেলিয়া-২৩৫, ২৯১-অল আউট (১১৯.৫ ওভার)

 প্লেয়ার অব দ্য ম্যাচ

চেতেশ্বর পূজারা

এই নিয়ে ভারত ৫টি নিকটতম টেস্ট জয় পেল

  • ১৩ -অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে, মুম্বই ওয়াংখেড় স্টেডিয়াম, ২০০৪
  • ২৮ – ইংল্যান্ডের বিরুদ্ধে, কলকাতা, ১৯৭২-৭৩
  • ৩১ -অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে, অ্যাডিলেড, ২০১৮
  • ৩৭ -ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, পোর্ট অব স্পেন, ২০০২
  • ৪৯ -ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, কিংস্টন, ২০০৬

অষ্ট্রেলিয়ায় তার সেরা ম্যাচ পারফরম্যান্স, ৬ উইকেট পেলেন অশ্বিন

এর আগে তাঁর সেরা পারফরম্যান্স ছিল ৫/২০৯, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, ২০১৪

এই নিয়ে ৬ বার ভারত সিরিজের প্রথম টেস্ট জয় পেল

  • ডুনেডিন, ১৯৬৭-৬৮(সিরিজ জয় ৩-১)
  • অকল্যান্ড, ১৯৭৫-৭৬ (১-১)
  • লর্ডস, ১৯৮৬ (২-০)
  • জোহান্সবার্গ ২০০৬-২০০৭(১-২)
  • হ্যামিলটন, ২০০৮-০৯ (১-০)
  • অ্যাডিলেড, ২০১৮-২০১৯ *

এশিয়ার দ্বিতীয় দল হিসেবে ভারত অষ্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের প্রথম টেস্টে জয় পেল। এর আগে ১৯৭৮-৭৯ সালে পাকিস্তান এমসিজি-তে জয় পেয়েছিল। যে সিরিজ ১-১ হয়েছিল।

এই নিয়ে দ্বিতীয়বার একই ক্যালেন্ডার বর্ষে ভারত এশিয়ার বাইরে তিনটি টেস্টে জয় পেলযা ১৯৬৮ সালে নিজিল্যান্ডে তিন টেস্ট জয়ের পর এল।

পূজারা একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি ২০১৮ সালে বিদেশে তিনটি টেস্ট জয়ে ৫০এর অধিক রান করেছেন

  • জোহান্সবার্গে প্রথম ইনিংসে ১৭৯ বলে ৫০
  • ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় ইনিংসে ২০৮ বলে ৭২
  • অ্যাডিলেডে ১২৩ ও ৭১

বিরাট কোহলি একমাত্র ভারতীয় অধিনায়ক যিনি অষ্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিন আফ্রিকায় টেস্ট জয় করলেন। এর আগে রাহুল দ্রাবিড় ও ধোনি ইংল্যান্ড এবং দ. আফ্রকায় টেস্ট জয়ে করলেও অষ্ট্রেলিয়ায় পারেননি।

টসে জিতে টেস্ট জয়ের ক্ষেত্রেও রেকর্ড গড়লেন কোহলি

  • টেস্টঃ ২০
  • জয়ঃ ১৭
  • ড্রঃ ৩

সূত্রঃ ক্রিকবাজ

Published on: ডিসে ১০, ২০১৮ @ ২০:১৫

 

 

 

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 3 =