বিজ্ঞানমনস্ক হতে এক জোট হল ৪৫টি স্কুলের ছাত্র-ছাত্রীরা, তুলে ধরল হরেক প্রদর্শনীও

এসপিটি এক্সক্লুসিভ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়

Published on: ফেব্রু ৯, ২০১৮ @ ২৩:৫৮

এসপিটি নিউজ,বারুইপুর, ৯ফেব্রুযরি: সমাজে ভরে গেছে অন্ধ কুসংস্কার। ধর্মান্ধতায় মানুষ আজ কত কিছুই না ঘটাচ্ছে। আর সবের বিরুদ্ধে ছাত্র সমাজকে সচেতন করার প্রয়াস নিল দুই সংস্থা। রাজ্য বিজ্ঞান মঞ্চ ও বারুইপুর গ্রেটার কলকাতা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট। ফুলতলা দুধনই কলেজ প্রাঙ্গনেই আয়োজন করেছে এই প্রদর্শনীর। যেখানে অংশ নিয়েছে ৪৫টি স্কুলের ছাত্র-ছাত্রীরা।দুই দিন ধরে চলবে এই উৎসব।

দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা তাদের হাতে তৈরি বিজ্ঞানের নতুন ভাবনা নিয়ে এই প্রদর্শনীতে হাজির হয়েছে। ৪৫টি স্কুলের ছাত্র-ছাত্রীরা এই বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নিয়েছে।

বারুইপুর হাইস্কুল থেকে রাসমণি বালিকা বিদ্যালয়, যাদবপুর বিদ্যাপীঠ, গড়িয়া মহামায়াপুর আদর্শ বিদ্যাপীঠ-এর ছাত্র-ছাত্রীরা তাদের হাতে তৈরি বিজ্ঞানের আকর্ষণীয় জিনিস মানুষের কাছে তুলে ধরেছে। ব্যাপক সাড়া ফেলেছে এই বিজ্ঞান প্রদর্শনী।

এই প্রসঙ্গে কলেজের ডিরেক্টর অধ্যাপক ডঃ শুভাশিস সে্নগুপ্ত ও কলেজের অধ্যক্ষ দেবায়ন মণ্ডল জানান, সমাজে ধর্মান্ধতা কুসংস্কারের বিষ ছেয়ে গিয়েছে। এর জন্য দরকার বিজ্ঞানের চেতনা।তাই স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিজ্ঞান প্রদর্শনী ও উৎসব।

Published on: ফেব্রু ৯, ২০১৮ @ ২৩:৫৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 5