‘ বিজেপি গোয়ালতোড়-কেশিয়াড়িতে সন্ত্রাস বন্ধ না করলে তৃণমূল কংগ্রেস কিন্তু এবার ছেড়ে কথা বলবে না ‘

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                      ছবি-বাপন ঘোষ

Published on: অক্টো ১, ২০১৮ @ ২০:৩০

এসপিটি নিউজ, কেশিয়ারি, ১ অক্টোবরঃ দলীয় কর্মীর হত্যার ঘটনার প্রতিবাদে আজ সোমবার কেশিয়াড়িতে পথে নেমেছিল তৃণমূল কংগ্রেসের কর্মী-নেতারা। সেই প্রতিবাদ সভা থেকে বিজেপিকে এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন তৃণমূলের নেতারা। তাঁদের হুঙ্কার- অনেক হয়েছে আর না। এবার কিন্তু বিজেপির সন্ত্রাসের উপযুক্ত জবাব তারা দেবে।তবে তৃণমূল নেতারা একই সঙ্গে দলীয় কর্মীদের এখনও শান্ত-সংযত থাকার নির্দেশ দেন।

ইতিমধ্যে শান্ত জঙ্গলমহল ফের অশান্ত হয়ে উঠতে শুরু করেছে। ইতিমধ্যে বেশ কয়েকজন খুন হয়েছে। সম্প্রতি বিজেপির ডাকা বনধের দিনে দোকান খুলতে গিয়ে খুন হন কেশিয়ারির তৃণমূল কর্মী বিভুরঞ্জন দাস। অভিযোগের তির বিজেপির দিকে। সোমবার সেই ঘটনার প্রতিবাদে পথে নামে তৃণমূল কংগ্রেস।

প্রতিবাদ সভায় দাঁড়িয়ে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি। তাঁর আক্রমণের লক্ষ্য ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন- “খড়্গপুরের বিধায়ক দিলীপ ঘোষ আবোল-তাবোল কথা বলছেন। উস্কানিমূলক কথা বলে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছেন।”

এরপরই বিজেপির রাজ্য সভাপতিকে হুঁশিয়ারি দিয়ে তৃণমূলের জেলা সভাপতি বলেন-“কেশিয়াড়ি ও গোয়ালতোড়ে বিজেপি যদি সন্ত্রাস বন্ধ না করে তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু ছেড়ে কথা বলবে না। বিজেপি যদি তৃণমূলের একজন কর্মীর গায়েও হাত দেয় তাহলে তার পরিণতি ভাল হবে না। এটা যেন বিজেপি মনে রাখে।”

একই সঙ্গে তিনি জানিয়ে দেন-“আমাদের কর্মী বিভুকে যে বা যারা খুন করেছে তারা পালিয়ে গিয়েও বাঁচতে পারবে না। ধরা তাদের পড়তেই হবে। পুলিশ তাদের ঠিক খুঁজে বের করবে।”

সভায় রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র ব্লেন-” মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন বিজেপি চোখে দেখতে পায় না। তাই বিজেপি নেতারা রাজ্য সরকারের বিরুদ্ধে আবোল-তাবোল বকছে। নিরীহ মানুষকে খুন করে কেশিয়ারিকে অশান্ত করে তুলছে। ” এদিন তিনি প্রতিবাদ সভায় দাঁড়িয়ে নিহত বিভু দাসের পরিবারের পাশে থাকার কথা জানিয়ে দেন। একই সঙ্গে মন্ত্রী কেশিয়াড়িতে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে সকল স্তরের মানুষকে গর্জে ওঠার আহ্বান জানান।

এদিনের প্রতিবাদ মিছিলে পা মেলান সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, দলের জেলা সভাপতি অজিত মাইতি, সাংসদ ডা. মানস ভুঁইয়া, বিধায়ক দীনেন রায়, জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রমাপ্রসাদ গিরি, বিক্রম প্রধান, পরেশ মুর্মু সহ অনেকে।

Published on: অক্টো ১, ২০১৮ @ ২০:৩০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 72 = 82