মোহনপুর পুলিশ স্টেশন নামে বারাকপুর পুলিশ কমিশনারেটে নতুন থানার ঘোষণা নবান্নের

Main রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ৯, ২০২২ @ ২১:১৫
Reporter:Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৯ মার্চ:  আইন-শৃঙ্খলা রক্ষায় আর ও গতি আনতে বারাকপুর পুলিশ কমিশনারেটে নতুন একটি থানার সূচনা হল। আজ বুধবনার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে – রাজ্যপালের সম্মতিক্রমে মোহনপুর থানা নামে নতুন এই থানাটি বারাকপুর নিজের নির্দিষ্ট এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করবে। এতদিন এই থানার এলাকা টিটাগড় থানার অধীনে ছিল।

নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যপালের আদেশানুসারে রাজ্যের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা নতুন থানার ঘোষণার কথা জানিয়েছেন। এতদিন এই থানার এলাকা ছিল টিটাগড় থানার অধীনে। এখন থেকে মোহনপুর থানা তার নিজস্ব এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার কাজ করবে। উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর পুলিশ কমিশনারেটে নতুন এই থানার অধীনে থাকা এলাকাগুলির নাম উল্লেখ করা হয়েছে।

সীমানা নির্ধারিত হয়েছে উত্তরে তেলেনিপাড়া, মোহনপুর, জাফরপুর এবং বাবনপুর মৌজা। পশ্চিম দিকে বাবনপুর, জাফরপুর, মোহনপুর এবং চক কাঠালিয়া মৌজা। দক্ষিণে চক কাঠালিয়া, বড় কাঠালিয়া, ছোট কাঠালিয়া, সূর্যপুর এবং নবরান্দা মৌজা। পূর্বে নবরান্দা,সূর্যপুর, নীলগঞ্জ এবং তেলেনিপাড়া মৌজা। আগে এই সমস্ত এলাকা টিটাগড় থানার অধীনে ছিল। এখন থেকে এই জায়গাগুলি টিটাগড় থানার থেকে আলাদা থানার মধ্যে অন্তর্ভুক্ত করা হল।

মোহনপুর থানা ঘোষণার সঙ্গেই বারাকপুর পুলিশ কমিশনারেট বা বারাকপুর সিটি পুলিশের অধীনে মোট থানার সংখ্যা দাঁড়াল ১৩টি। বাকি ১২টি থানা হল- বীজপু, নৈহাটি, জগদ্দল, নোয়াপাড়া, বারাকপুর, টিটাগড়, খড়দহ, ঘোলা, বেলঘরিয়া, বরানগর, নিমতা, দমদম। ২০১২ সালে ২০ জানুয়ারি উত্তর ২৪ পুলিশকে ভেঙে নতুন বারাকপুর পুলিশ কমিশনারেট বা বারাকপুর সিটি পুলিশ-এর সূচনা হয়। ২৯৭ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত প্রথমে ১২টি থানা নিয়েই শুরু হয় এই কমিশনারেটের কাজ। এর দুটি বিভাগ- বারাকপুর এবং বেলঘরিয়া। এবার এই কমিশনারেটের আয়তন আরও বাড়ল।

Published on: মার্চ ৯, ২০২২ @ ২১:১৫


শেয়ার করুন