বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

 Published on: জুলা ৬, ২০১৯ @ ২৩:৪৯

এসপিটি নিউজ, দাঁতন, ৬জুলাই:  আজ শনিবার ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে মেদিনীপুরেও অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সঙ্গে সদস্য সংগ্রহ অভিযানও সংগঠিত করা হয়। আর সেখানেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি হামলার ও ঘর ভাঙচুরের অভিযোগ আনল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার ৫ নং আঙ্গুয়া অঞ্চলের ঘোলাইয়ের বাঁশকুনিতে।
স্থানীয় বিজেপি নেতা সুভাশ সাউ-এর অভিযোগ, “ভারত কেশরী পন্ডিত ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে আজ এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই খবর আগে থেকে জেনে গতকালই তৃণমূলের গুন্ডাবাহিনী আমাদের ওই কর্মসূচির জায়গায় তাদের দলীয় পতাকা লাগিয়ে দিয়ে যায়।পতাকাগুলি এমনভাবে লাগায় যাতে আমরা অনুষ্ঠান না করতে পারি। আজ সকালে এসব দেখে আমাদের কর্মীরা বিজেপির পতাকা লাগাতে গেলে তৃণমূলের সঙ্গে বচসা বাঁধে। আর তখন তারা আমাদের উপর হামলা চালায়, ঘর ভাঙচুর করে আমাদের কর্মীদের।” যদিও এসমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

এই ঘটনার পর আজ তৃণমূলের হাতে আক্রান্ত কর্মীদের দেখতে যান রাজ্য সভাপতি মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি এদিন মেদিনীপুরের বিদ্যাসাগর হলে এক অনুষ্ঠানে হাজির হন। সেখানে তাঁর উপস্থিতিতে সদস্য সংগ্রহ অভিযান চলে। দ্বিতীয়বার মোদি সরকারকে আনার জন্য তিনি রাজ্যবাসীকে ধন্যবাদ জানান। বিজেপি সারা দেশে ২৪ কোটি ভোট পেয়েছে । এ রাজ্যে ভোট পেয়েছে ২ কোটি ৩০ লক্ষ। লোকসভার ভোটের পর এ রাজ্যে বিজেপির ভোট বেড়েছে বলে দাবি করেন দিলীপ ঘোষ।

এদিন  তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন-“একটা সরকার গত আট বছর ধরে শুধু কাটমানি খেয়ে গিয়েছে। কোনও উন্নয়নের লক্ষ্যে কাজ করতে পারেনি। এই সরকারের ক্ষমতায় টিকে থাকার কোনও নৈতিক অধিকার নেই। এখন বলছে, বাংলায় নাকি জয় শ্রীরাম ধ্বনি দেওয়া যাবে না। আসলে তৃণমূল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে, সেটা বিজেপি হতে দেবে না। সব খুনি, মাফিয়া, দুর্নীতিবাজদের নিয়ে সরকার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। এত খারাপ সরকার এর আগে রাজ্যের মানুষ দেখেনি। তৃণমূলের খুন, সন্ত্রাস ৩৪ বছরের বাম শাসনকে হার মানিয়েছে।

Published on: জুলা ৬, ২০১৯ @ ২৩:৪৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 83 = 88