Care n Cure: একই ছাদের নীচে হোমিওপ্যাথি- অ্যালোপ্যাথি চিকিৎসার অভিনব সহাবস্থান

অর্থ ও বাণিজ্য রাজ্য
শেয়ার করুন

সোদপুর ঘোলা চেকপোস্টের কাছে ২ সেপ্টেম্বর শুরু হল কেয়ার এন কিওর ভেঞ্চার প্রাইভেট লিমিটেড চিকিৎসা প্রতিষ্ঠানের যাত্রা।

এই চিকিৎসা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী হরিপদ ভৌমিক।

আমার বাবা শ্রদ্ধেয় শ্রীনবকুমার দাস মহাশয়ের বহুদিনের সাধ পূরণ হলো এই চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে।

কেয়ার এন কিওর অ্যালোপ্যাথির পাশে হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবাকে স্থান দিয়ে চিকিৎসা জগতে সাহসিকতার পরিচয় রাখলো।

Reporter: ANIRUDDHA PAL

Published on: সেপ্টে ৬, ২০১৯ @ ১৮:৩৮

এসপিটি নিউজ, সোদপুর, ৬ সেপ্টেম্বর: একই সঙ্গে এমন মেলবন্ধন সচরাচর দেখা যায় না। কিন্তু মানুষ যদি সেটা চায় তাহলে তা বাস্তবায়িত হতে বেশি সময় লাগে না। আর সেই কাজটার পিছনেই দীর্ঘদিন দিন ধরে লেগে থাকে তাকে বাস্তব রূপ দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী নবকুমার দাস। সোদপুর ঘোলা চেকপোস্টের কাছে চলতি মাসের ২ তারিখ তিনি সূচনা করলেন কেয়ার এন কিয়ার ভেঞ্চার প্রাইভেট লিমিটেড নামে এক চিকিৎসা প্রতিষ্ঠানের। এই প্রতিষ্ঠানের দায়িত্বভার তিনি তুলে দেন তাঁর ছেলে সুমন দাসের হাতে। তিনিই হলেন প্রতিষ্ঠানে সিইও।

নবকুমার দাসকে সঙ্গে নিয়ে এই চিকিৎসা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী হরিপদ ভৌমিক। এই প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে তিনি প্রতিষ্ঠানের সমস্ত কর্মীদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানান। এই প্রতিষ্ঠানটিকে নিজের মতো করে দেখার অনুরোধও করেন হরিপদবাবু। কর্মীদের উৎসাহিত করতে তিনি কিছু উদাহরণও দেন।

বাবার স্বপ্ন সার্থক হলো জানালেন সিইও সুমন দাস

কেয়ার এন কিওর-এর সিইও সুমন দাস জানালেন এই প্রতিষ্ঠান গড়ে তোলার পিছনের কথা। তিনি বলেন- ছোট থেকেই আমি আমার বাবা শ্রীনবকুমার দাস মহাশয়ের ইচ্ছার কথা শুনতাম। তাঁর বহুদিনের ইচ্ছা ছিল মানুষের সেবার জন্য চিকিৎসার পরিষেবা দেওয়ার মতো কিছু করা। তিনি সেই ইচ্ছা মনে মনে পুষে রেখে তা বাস্তবায়িত করে তোলার কাজ করে যাচ্ছিলেন। সেই মতো তিনি সোদপুর ঘোলায় এই স্থানটির সন্ধান পান।ঠিক করেন এখানেই তিনি গড়ে তুলবেন তাঁর সাধের চিকিৎসা প্রতিষ্ঠান।আজ বাবার সেই সাধ পূরণ হলো।

পাশাপাশি হবে হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথির চিকিৎসা

পলিক্লিনিক পশ্চিমবঙ্গে বহু জায়গাতেই আছে। কিন্তু সেখানে একই সঙ্গে অ্যালোপ্যাথির সঙ্গে হোমিওপ্যাথির চিকিৎসা পরিষেবা চালানোর ঘটনা মেলা ভার। কারণ, অ্যালোপ্যাথি চিকিৎসকরা আমাদের দেশে হোমিওপ্যাথি চিকিৎসাকে সেভাবে একদমই আমল দিতে চান না। যদিও সারা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানের জগতে হোমিওপ্যাথি চিকিৎসা ততটা কিন্তু হেলাফেলা করার বিষয় নয়। দেখা গেছে- বরিস বেকার, মার্টিনা নাভ্রাতিলোভা, লিওনেল মেসির-র মতো দিকপাল তারকারা পর্যন্ত কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার অনুগামী। সঠিকভাবে সঠিক পদ্ধতিতে চিকিৎসা হলে হোমিওপ্যাথি যে কোনও কোনও ক্ষেত্রে বিনা কাটাছাড়াতেই রোগীকে সম্পূর্ণভাবে নিরোগ করে দিতে পারে এমন উদাহরণ আমাদের দেশেরই অনেক নামকরা হোমিওপ্যাথি চিকিৎসকরা প্রমাণ করে দেখিয়েছেন। বলা যেতে পারে- কেয়ার এন কিওর অ্যালোপ্যাথির পাশে হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবাকে স্থান দিয়ে চিকিৎসা জগতে সাহসিকতার পরিচয় রাখলো।

স্বনামধন্য চিকিৎসকদের পাওয়া যাবে এখানে

প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর সুমন দাস জানালেন- কেয়ার এন কিওর-এ ৫০ থেকে ৬০ জন স্বনামধন্য চিকিৎসক বসবেন।তাঁরা প্রত্যেকেই কলকাতার নামিদামি চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। যাদের দেখাতে গেলে রোগীকে অনেক টাকা দিতে হয়- এ্মনকি সেইসব চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাও কঠিন হয়ে যায়, আমরা সেইসমস্ত চিকিৎসকদের এখানে হাজির করছি। রোগী্দের সেইসব চিকিৎসকদের নামিদামি প্রতিষ্ঠানে দেখাতে গেলে যে মোটা টাকা দিয়ে দেখাতে হতো তার চেয়ে অনেক কম কন্সাল্টেন্সি ফি দিয়ে আমাদের এখানে এসে দেখাতে পারবেন। আমরা চাই চিকিৎসা পরিষেবা শুধুমাত্র ব্যসায়িক দৃষ্টিভঙ্গীতে না দেখে সেবার মনোভাব নিয়ে প্রদান করা উচিত।

কেয়ার এন কিওর-এর অভিনবত্ব

আর পাঁচটা পলিক্লিনিকের থেকে কেয়ার এন কিওর একটু আলাদা। আছে অভিনবত্ব। আর সেটা হল- এখানে তারা নিয়ে আসছে মণিপাল থেকে নাম করা প্রতিষ্ঠিত সেইসব চিকিৎসকদের যাদের কাছে দেখানোর সুযোগ পাওয়াটাই একটা বড় ব্যাপার। এখানে সেই মণিপালের চিকিৎসকদের হাজির করছে কেয়ার এন কিওর। জানালেন সিইও সুমন দাস।

ভবিষ্যৎ পরিকল্পনা

এখন যেখানে চিকিৎসা প্রতিষ্ঠানটি চালু হয়েছে সেখানে আর অল্প কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে প্যাথলজি সেন্টার। তার প্রস্তুতিও শুরু হতে গেছে। রোগীদের ডাক্তার দেখানোর পর যাতে ওষুধ কেনার জন্য হন্যে হয়ে অন্য কোথাও ঘুরে না বেড়াতে হয় তার জন্য এই প্রতিষ্ঠানের ভিতরেই খোলা হয়েছে হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথির দু’টি পৃথক মেডিসিন কাউন্টার। যেখানে সুলভ মূল্যে সরকার নির্ধারিত দামেই মিলবে নির্দিষ্ট ওষুধ। তবে এখানে হবে না শুধুমাত্র চোখ আর দাঁতের চিকিৎসা। জানালেন সুমন দাস।

Published on: সেপ্টে ৬, ২০১৯ @ ১৮:৩৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 11 = 16