আজ বদ্রীনাথ ধামের দ্বার বন্ধের উৎসবে শামিল হতে সাত হাজারেরও বেশি মানুষের ভিড়

Main দেশ ধর্ম ভ্রমণ
শেয়ার করুন

Published on: নভে ১৯, ২০২০ @ ১৭:০৭

এসপিটি নিউজ ডেস্ক:  করোনা মহামারীর সময়েও বিপুল পরিমান পর্যটক টানল উত্তরাখণ্ডের চার ধাম। আজ বদ্রীনাথ ধামের দ্বার বন্ধের অনুষ্ঠানে শামিল হতে প্রায় আট হাজারেরও বেশি মানুষ শামিল হয়েছিলেন। পরিস্থিতি এমন হয়েছিল যে পর্যাপ্ত হোটেল ধর্মশালা না থাকা বন্ধের কারণে পর্যটকদের গাড়ির ভিতরেই রাত কাটাতে হয়েছে।

হিন্দি সংবাদ মাধ্যম জাগরণ-এর সূত্র অনুযায়ী, বদ্রীনাথ ধামে ভিড় সামলাতে সমস্যা হয়েছে। সাত হাজারেরও বেশি তীর্থযাত্রীর আগমনের ফলে তাদের যানবাহনের ভিতরেই রাত কাটাতে হয়েছে। কারণ, বদ্রীনাথে পাঁচ হাজারেরও কম যাত্রীর থাকার ব্যবস্থা আছে। পুলিশ সুপার যশবন্ত সিং জাগরণকে জানিয়েছেন-“রাতে ৬,৮০০ তীর্থযাত্রী বদ্রীনাথ ধামে এসে পৌছন। ধর্মশালা, হোটেল বন্ধ থাকায় তাদের থাকার খুব অসুবিধা হয়।

অন্যান্যবার এই সময় আরও অনেক বেশি ভিড় হয়। তবে এই করোনা কালেও যাভাবে পর্যটকদের ভিড় হয়েছ তা উত্তরাখণ্ড পর্যটনের মুখে হাসি ফুটিয়েছে নিঃসন্দেহে। হোটেল, ধর্মশালা বন্ধ থাকা সত্ত্বেও তীর্থযাত্রীদের ভিড় যেভাবে উপচে পড়ে তা সত্যিই অবাক করার মতো ঘটনা। এই পরিস্থিতিতে সব চেয়ে সমস্যায় পড়ে প্রবীণ ও শিশুরা। স্থানীয় কিছু ব্যবসায়ীরা উষ্ণতার জন্য জ্বালানির ব্যবস্থা করেন। সেখানে কিছু মানুষকে আগুন পোহাতে দেখা গেছে।

ইতিমধ্যে গঙ্গোত্রী, কেদারনাথ মন্দিরের দ্বার বন্ধ হয়ে গেছে। আজ পূর্ণ সমারোহে সমস্ত আচার-নিয়ম মেনে বদ্রীনাথ মন্দিরের দ্বার বন্ধ করা হয়। সকাল থেকেই চলে এই উপলক্ষে পুজো।দুপুরের পর থেকেই চলে দ্বার বন্ধের প্রক্রিয়া।বিকেল ৩টে ৩৫মিনিটে মন্দিরের দ্বার বন্ধ করা হয় আগামী ছয় মাসের জন্য।শেষ দিন অবধি মন্দিরের দ্বার খোলার পরে এ বছরে এক লাখ 40  হাজারেরও বেশি তীর্থযাত্রী ভ্রমণ করেছেন।

Published on: নভে ১৯, ২০২০ @ ১৭:০৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 3 =