‘ আমরা সবাই বন্ধু ‘ হয়ে নামখানায় দুর্যোগ কবলিত অসহায় মানুষের পাশে প্রাক্তনীরা

Main রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ১, ২০২১ @ ২১:০৮

এসপিটি নিউজ, নামখানা, ১জুনঃ  ঘূর্ণিঝড় ইয়াস নদী ও সমুদ্র উপকূলের বহু গ্রামকে তছনছ করে দিয়েছে।পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি বড় ধরনের ক্ষতি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়।এখানে সাগর, নামখানা, পাথরপ্রতিমা সহ বিস্তীর্ণ এলাকায় নদী বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছে। আজও বহু মানুষ গৃহহীন। অসহায় সেইসব মানুষের পাশে দাঁড়ালেন নামখানা ইউনিয়ন স্কুলের ২০০০ সালের উচ্চ মাধ্যমিক ব্যাচের প্রাক্তনীরা। ‘আমরা সবাই বন্ধু’ নামে তারা মানুষের সেবায় নেমে পড়েছে।

স্কুলের ২০০০ সালের উচ্চ মাধ্যমিকের প্রাক্তনীরা নামখানার দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। স্কুলের প্রাক্তনীরা ছাড়াও তাদের অর্থ সাহায্য করেছেন এলাকায় কিছু বিশিষ্ট মানুষজন। সকলের মিলিত চেষ্টায় ‘আমরা সবাই বন্ধু’ আজ এলাকায় দুই থেকে তিন হাজার মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাদের জন্য মেডিকেল ক্যাম্পের পাশাপাশি অন্নেরও ব্যবস্থা করেছেন।

সরকারি অনুমতি নিয়ে এই গ্রুপের সদস্যরা তারা ঝাঁপিয়ে পড়েছে এই বন্যা কবলিত এলাকার মানুষের পাশে।এই গ্রুপের কিছু সদস্য উল্লেখ্য ডক্টর প্রবীরচন্দ্র প্রধান, দেবব্রত প্রধান , ডাক্তার সত্যজিৎ সংগ্রাম ও তাঁর টিম , মিলন কুমার মাইতি সহ আরও অনেক সদস্যরাই এগিয়ে এসেছেন মানুষের পাশে।আজ দুপুরের খাবার ও মেডিকেল ক্যাম্প চলেছে আগামীকাল আরও প্রায় হাজার জন মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

২০০০ সালের উচ্চ মাধ্যমিকের প্রাক্তনীদের আশা তারা এলাকার অসহায় মানুষের পাশে আগামিদিনেও দাঁড়াবেন।তারা মনে করেন যে আগামিদিনে আরও বড় ধরনের ক্যাম্পের আয়োজন করবেন। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের নানাভাবে সাহায্য করাই তাদের একমাত্র লক্ষ্য।

Published on: জুন ১, ২০২১ @ ২১:০৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 − 11 =