বাংলার কৃষকদের ‘কিষাণ রেল’ দিলেন প্রধানমন্ত্রী মোদি

Main দেশ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: ডিসে ২৮, ২০২০ @ ২০:০০

এসপিটি নিউজ, নয়া দিল্লি, ২৮ ডিসেম্বর:    দিল্লিতে কিষাণ আন্দোলন অব্যাহত।এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বাংলার কৃষকদের সুবিধার কথা ভেবে দেশের 100তম ‘কিষাণ রেল’ পতাকা নেড়ে চালু করলেন। মহারাষ্ট্রের সাঙ্গোলা থেকে পশ্চিমবঙ্গের শালিমার পর্যন্ত চলবে এই নয়া কিষাণ রেল। সোমবার এক ভার্চুয়াল সভায় এই উদ্বোধন কর্মসূচি পালন করেন প্রধানমন্ত্রী।

100 তম কিষাণ রেলের উদ্বোধন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন- আমাদের প্রচেষ্টা আসন্ন সময়ে সমগ্র ভারতকে কিষাণ রেলের সাথে সংযুক্ত করা।কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মহারাষ্ট্রের সাঙ্গোলা থেকে পশ্চিমবঙ্গের শালিমার পর্যন্ত 100 তম কিষাণ রেলের উদ্বোধন হয়। এ দিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরও উপস্থিত ছিলেন।

আশি শতাংশেরও বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কিষাণ রেল থেকে উপকৃত

আগস্টে, পুরোপুরি কৃষিক্ষেত্রে নিবেদিত প্রথম রেলপথ পুনরায় চালু হয়েছিল। দেশের প্রতিটি অঞ্চলে কৃষকরা কৃষক রেলের সাথে যুক্ত হচ্ছেন। এমনকি করোনার চ্যালেঞ্জের মাঝেও, গত 4 মাসে, কিষাণ রেলের সংখ্যা 100 এ পৌঁছেছে। এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন- “আশি শতাংশেরও বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কিষাণ রেল থেকে দারুনভাবে উপকৃত হয়েছেন।কৃষকদের জন্য কোনও ন্যূনতম পরিমাণ নির্ধারণ করা হয়নি। এমনকি এই রেলের মাধ্যমে ক্ষুদ্র কৃষকদের ক্ষুদ্রতম উত্পাদনও কম দামে সঠিকভাবে বড় বাজারে পৌঁছাতে সক্ষম হবে।”

উদ্দেশ্যটিও এক্ষেত্রে স্পষ্ট-প্রধানমন্ত্রী

স্বল্প ব্যয়ে ছোট কৃষকদের বড় ও নতুন বাজার সরবরাহ করার আমাদের উদ্দেশ্যটিও এক্ষেত্রে স্পষ্ট এবং নীতিটিও বেশ পরিষ্কার। আমরা বাজেটে এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছিলাম। এখন সেটাই বাস্তবায়িত হচ্ছে। বলেন প্রধানমন্ত্রী মোদি।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন- “যখন নতুন আইন তৈরির কথা আসে তখন নতুন আইন তৈরির মাধ্যমে পথ প্রশস্ত করার প্রয়াস সফলভাবে মোদিজির নেতৃত্বে সম্পন্ন হয়েছে।”

Published on: ডিসে ২৮, ২০২০ @ ২০:০০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 5 =