বাংলাদেশ-ভারত গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধি পাবে- জানিয়ে দিলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী

Main দেশ বাংলাদেশ
শেয়ার করুন

সংবাদদাতা-ইবতিসাম রহমান

Published on: জানু ২৯, ২০১৯ @ ১৯:৫৭

এসপিটি নিউজ, ঢাকা, ২৯ জানুয়ারি: বাংলাদেশ এখন এক উন্নয়নশীল দেশ। উন্নয়নে নানা কাজ করে চলেছে তারা। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরছে। প্রতিবেশী দেশ ভারতও তাদের দিকে নানা ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ঠিক সেভাবে ভারতের দিকেও নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশও।সেই পথেই এবার দুই দেশের মধ্যে গণমাধ্যম সম্পর্ক আরও মজবুত হতে চলেছে।বাংলাদেশ-ভারত দুই দেশ নিজেদের মধ্যে গণমাধ্যমে সহযোগিতার আদান-প্রদান ঘটাতে এবার তৎপর হল।

আর তাই গণমাধ্যম ক্ষেত্রে বাংলাদেশ-ভারত সহযোগিতা আরও বৃদ্ধির লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ঢাকায় ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার সাক্ষাৎ করতে এলে এমন অভিমত পোষন করেন তারা।

এইসময় বাংলাদেশের তথ্যসচিব আবদুল মালেক, ভারতীয় হাইকমিশন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে দু’দেশের যৌথ উদ্যোগে মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক দু’টি চলচ্চিত্র নির্মাণ এবং ভারতের সম্প্রচার সংস্থা ‘প্রসার ভারতী’ এর সাথে বাংলাদেশ টেলিভিশনের মধ্যে সমঝোতা স্মারকের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। কলকাতায় বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শনী এবং ঢাকায় ভারতের চলচ্চিত্র প্রদর্শনীর বিষয়টিও আলোচনায় স্থান পায়।

Published on: জানু ২৯, ২০১৯ @ ১৯:৫৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 9 =