বাংলাদেশের সংসদে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল ২০১৮ পাস হল

বাংলাদেশ
শেয়ার করুন

Published on: সেপ্টে ২২, ২০১৮ @ ২০:৫৫

এসপিটি নিউজ, ঢাকা, ২২ সেপ্টেম্বরঃ সংসদে গত ১৭ সেপ্টেম্বর, ২০১৮  হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশ রহিত করে সংশোধিত আকারে পুনঃপ্রণয়ন করতে আজ সংসদে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮ পাস করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিলটি পাসের প্রস্তাব করেন। বিলে বিদ্যমান হিন্দুধর্মীয় অধ্যাদেশের অধীন প্রতিষ্ঠিত হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট এমনভাবে বহাল রাখার বিধান করা হয় যে, যেন তা এ বিলের বিধানের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে।
বিলে ট্রাস্টের প্রধান কার্যালয় ঢাকায় স্থাপনের বিধান করা হয়। তবে প্রয়োজনে অনুমোদন সাপেক্ষে দেশের যে কোন স্থানে ট্রাস্টের শাখা কার্যালয় স্থাপন করতে পারবে। বিলে ধর্ম বিষয়ক মন্ত্রীকে চেয়ারম্যান করে ২৫ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের বিধান করা হয়।
বিলে বোর্ড সদস্য মনোনয়ন ও তাদের মেয়াদ, ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য, বোর্ডের সভা, ট্রাস্টের কার্যাবলী, সচিব নিয়োগ, ট্রাস্ট পরিচালনা ও প্রশাসন, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, ট্রাস্টের তহবিল, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, ক্ষমতা অর্পণ, প্রতিবেদন পেশ, বিধি-প্রবিধিমালা প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।
জাতীয় পার্টির নূরুল ইসলাম ওমর, সেলিম উদ্দিন, মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, বেগম মাহজাবীন মোরশেদ, বেগম রওশন আরা মান্নান ও শামীম হায়দার পাটোয়ারী বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠভোটে নাকচ হয়ে যায়।

Published on: সেপ্টে ২২, ২০১৮ @ ২০:৫৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

70 + = 79