প্রধানমন্ত্রী মোদি পৌঁছলেন ঢাকা, বাংলাদেশের সংবাদ মাধ্যমে শিরোনামে সেই খবর

Main দেশ বাংলাদেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: মার্চ ২৬, ২০২১ @ ১১:৫২

এসপিটি নিউজ, কলকাতা, ২৬ মার্চ:  দুই দিনের বাংলাদেশ সফরে আজ ঢাকায় পোঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে উষ্ণ সম্বর্ধনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির এই সফর ঘিরে বাংলাদেশের সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে সেই খবর।

‘কালের কণ্ঠ’-এ শিরোনাম- ‘ঢাকায় নরেন্দ্র মোদি, বিমানবন্দরে লালগালিচা সম্বর্ধনা।’ প্রথম আলো’র শিরোনাম-‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায়।’ যুগান্তর শিরোনাম করেছে-‘বিমানবন্দরে মোদিকে অভ্যর্থনা জানালেন শেখ হাসিনা।’ দৈনিক ইত্তেফাক-এ শিরোনাম-‘ঢাকায় এসেছেন মোদি।’ মানবজমিন-এ সংবাদ শিরোনাম- ‘দুদিনের সফরে ঢাকায় মোদি।’ আমাদের সময়-এ শিরোনাম- ‘ঢাকায় নরেন্দ্র মোদি, বিমানবন্দরে লা গালিচা সম্বর্ধনা।’ দৈনিক ইনকিলাব-এ শিরোনাম-‘বিমানবন্দরে মোদিকে অভ্যর্থনা জানালেন শেখ হাসিনা।’

আজ সকাল ১০টায় ভারতের বিশেষ বিমানে বাংলাদেশের রাজধানী ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফর করছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণেই তিনি বাংলাদেশে গেছেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মোদিকে সেখানে লাল গালিচা পেতে অভ্যর্থগনা জানানো হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। বিগলের সুরে বেজে ওঠে-‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।’ দেওয়া হয় ‘গার্ড অফ অনার’। এখান থেকে বেরিয়ে মোদি রওনা হন সাভারে জাতীয় স্মৃতির উদ্দেশ্যে। সেখানে তিনি মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

Published on: মার্চ ২৬, ২০২১ @ ১১:৫২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 37 = 45