কন্যাশ্রীদের নিয়ে মিনি ম্যারাথন শিলিগুড়িতে

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতাকৃষ্ণা দাস

Published on: অক্টো ২, ২০১৮ @ ১৬:০৭ 

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২ অক্টোবরঃ ইউনেস্কোয় ইতিমধ্যেই বিশ্বের সেরা সামাজিক প্রকল্পের শিরোপা জিতেছে পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পে এ রাজ্যে কয়েক হাজার মেয়ে উপকৃত হয়েছে ও হচ্ছে। তবু এখনও এই প্রকল্পের বিষয়ে অনেকেই জানে না। তাই তাদের মধ্যে এই প্রকল্পের বিষয়ে আগ্রহ বাড়াতে সচেতনতা তৈরি করতে মঙ্গলবার শিলিগুড়িতে কন্যাশ্রী মেয়েদের নিয়া এক মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সফল প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।

শিলিগুড়ি সূর্যসেন মহা বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ও পর্যটন দফতরের সহযোগিতায় কন্যাশ্রী মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।পর্যটনমন্ত্রী গৌতমদেব নীল রঙের পতাকা নেড়ে এই প্রতিযোগিতার সূচনা করেন।শিলিগুড়ি মহকুমার স্কুল কলেজগুলির পাশাপাশি জলপাইগুড়ির এসি মহাবিদ্যালয়ের ছাত্রীরাও এই মিনি ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মঙ্গলবার মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষ্যে স্কুল কলেজগুলি ছুটি থাকায় কয়েক হাজার মেয়ে এই মিনি ম্যারাথনে অংশ নেয়।

শিলিগুড়ির সুর্যসেন মহা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি কৃষ্ণ চন্দ্র পাল দাবি করেন, কন্যাশ্রী মেয়েদের নিয়ে পশ্চিমবঙ্গে এই প্রথম মিনি ম্যারাথনের আয়োজন করা হল। সুর্য সেন কলেজের প্রিন্সিপাল প্রণব কুমার মিশ্রা বলেন, কণ্যাশ্রী প্রকল্পে পরপর দুবার এই কলেজ শিলিগুড়ি মহকুমার মধ্যে প্রথম হয়েছে। তার মতে, কণ্যাশ্রী মেয়েদের নিয়ে এ ধরনের মিনি ম্যারাথন খুব ভাল উদ্যোগ। আগামীতেও এ ধরনের মিনি ম্যারাথন করার ইচ্ছে প্রকাশ করেন তিনি।

প্রায় ৫ কিলোমিটারের এই দৌড় প্রতিযোগিতায় হাতিঘিষা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অনিশা মুন্ডা  প্রথম হয়, দ্বিতীয় হয় হাতিঘিষা উচ্চবিদ্যালয়েরই আর এক ছাত্রী সঞ্চিতা ওরাও, তৃতীয় হয় শিলিগুড়ি কলেজের রেখা সরকার।

এদিন এই দৌড়ের শেষে সুর্য সেন কলেজ ময়দানে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার হিসাবে যথাক্রমে- নগদ ১৫ হাজার, ১০ হাজার ও ৯ হাজার টাকা দেওয়া হয়। প্রত্যেকের হাতে পুরস্কার মূল্য তুলে দেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। এছাড়া এক হাজার টাকার ব্যবধানে মোট ১০ জনকে নগদ পুরস্কার দেওয়া হয়। তবে প্রত্যেক অংশগ্রহণকারীকে স্মারক প্রদান করা হয়।

Published on: অক্টো ২, ২০১৮ @ ১৬:০৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 23 = 29