বরফে ঢেকে গেছে ভারতেরই এই শহর, দেখে মনে হবে যেন সুইৎজারল্যান্ড

দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: সেপ্টে ২৪, ২০১৮ @ ১৮:২৩

এসপিটি নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যখন গরমে হাসফাঁস করছেন তখন দেশের আর এক প্রান্তে অবিরাম বরফ পড়ছে।সত্যি এ এক অসাধারণ দৃশ্য।হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলার কেলং শহরে আজ এমন এমন দৃশ্য দেখে অনেকেই আপ্লুত।সংবাদ সংস্থা এএনআই এই ছবি অপ্রকাশ করেছে।

এমনিতে এই সময়টা পর্যটকদের চাপ কম থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরের উচ্চতা ১০ হাজার ১০০ ফুট। স্বাভাবিকভাবেই গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে এই এলাকায় অবিরাম তুষারপাত হওয়ায় এলাকায় তুষারপাত শুরু হতেই গোটা এলাকা বরফে মুড়ে যায়।

তবে বরফ সরানোর কাজ প্রশাসন শুরু করেছে। যদিও বৃষ্টি যদি নতুন করে আর না হয় তা হলে বরফ আস্তে আস্তে গলতে শুরু করে দেবে। যদিও অল্প সামান্য কয়েকজন পর্যটকের কাছে এই দৃশ্য বিরল বলে মনে করছেন তারা।

Published on: সেপ্টে ২৪, ২০১৮ @ ১৮:২৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

32 − = 22