সিকিমে ৪৫০০ফুট উঁচুতে দেশের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি

দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: সেপ্টে ২৪, ২০১৮ @ ১৭:৪০

এসপিটি নিউজ, পাকিয়ং(সিকিম), ২৪ সেপ্টেম্বরঃ দীর্ঘ ৯ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিকিমে উদ্বোধন হল দেশের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দর। পাকিয়ং এয়ারপোর্ট। সিকিম থেকে মাত্র ৩৫কিলোমিটার দূরে। ২০০৯ সালে এই বিমানবন্দরের শিলান্যাস হয়েছিল। অবশেষে সিকিমবাসীর স্বপ্ন পূরণ হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আয়ুষ্মান ভারত-ন্যাশনাল হেলথ প্রোটেকশন মিশন-এর সূচনা করে রাঁচি থেকে সোজা চলে আসেন বাগডোগরা হয়ে সিকিম। সিকিমের মুখ্য সচিব এ কে শ্রীবাস্তব জানান, বিমানবন্দরটি পাহাড়ের উপর প্রায় ২০১একর জায়গা জুড়ে বিস্তৃত। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৫০০ফুট উঁচুতে প্রায় ২ কিমি-রো বেশি এলাকাজুড়ে প্রসারিত পাকিয়ং গ্রামটি। এখান থেকে সবচেয়ে নিকটবর্তী বিমানবন্দর হল পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দর।

গত চার বছর ধরে সরকারি মন্ত্রীরা এখানে পরিদর্শন করে গেছেন। স্বাধীনতার পর থেকে উত্তর-পূর্ব ভারতে অনেক কাজ হয়েছে। কিছু জায়গায় বিমানবন্দর, রেলপথ, এমনকি বিদ্যুৎ পৌঁছেছে প্রথমবার।

স্বাধীনতার পর থেকে ২০১৪ সাল পর্যন্ত ৬৫টি বিমানবন্দর হয়েছে। কিন্তু গত বছরই ৯টি বিমানবন্দর তার কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মদি বিমানবন্দরের কাজে নিয়োজিত সমস্ত কর্মী ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সকলকে অভবাদন জানান। তিনি বলেক, পাকিয়ং বিমানবন্দর হল আমাদের ইঞ্জিনিয়ারদের দক্ষতার প্রতীক।

এই নিমানবন্দরে ১.৭৫মিটার দীর্ঘ রানওয়ে যা ৩০ মিটার চওড়া। এখানে আছে ১১৬ মিটার দীর্ঘ ট্যাক্সিওয়ে। এখানে ব্যবস্থা করা হয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোল তথা অগ্নিনির্বাপক ব্যবস্থারও। যাত্রীদের জন্য রাকাহ হয়েছে একটি বিশেষ ভবন। রানওয়েতে উচ্চক্ষমতাসম্পন্ন আলোর ব্যবস্থার পাশাপাশি পার্কিং-এর জন্য ৫০টি গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দরের দেওয়াল  ৮০ মিটার উঁচু করা হয়েছে, যা বিশ্বের যে কোনও বিমানবন্দরের থেকে উঁচু। জানালেন মুখ্যসচিব শ্রীবাস্তব।

নীচে দেওয়া হল বিমানবন্দরের কয়েকটি ছবি।

Published on: সেপ্টে ২৪, ২০১৮ @ ১৭:৪০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 41 = 43