বারাকপুরের পুরপিতা সম্রাট তপাদারের অসাধারণ উদ্যোগ, খুদে পড়ুয়াদের খাওয়ালেন গ্লুকোন-ডি

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ২৬, ২০২২ @ ২৩:৫৩

এসপিটি নিউজ, কলকাতা, ২৬ এপ্রিল:  সারা রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে তাপপ্রবাহ। তাতে কষ্ট পাচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। এমন অবস্থায় আজ সেইসব খুদে পড়ুয়াদের পাশে দাঁড়ালেন বারাকপুর পুরসভার দুই নম্বর ওয়ার্ডের পুরপিতা সম্রাট তপাদার। এক অসাধারণ উদ্যোগ নিলেন তিনি। হেলথ ড্রিংক গ্লুকোন-ডি নিজে হাতেই তুলে দিলেন খুদে পড়ুয়াদের হাতে। স্কুলের প্রধান শীক্ষিকা পুরপিতার এমন উদ্যোগে অত্যন্ত খুশি।

অতি তাপপ্রবাহে আজ ব্যারাকপুর ২ নম্বর ওয়ার্ডের কালিয়ানিবাস প্রাইমারি স্কুলের ২৩৫ জন ছাত্র ছাত্রীদের হাতে গ্লুকোন-ডি প্যাকেট তুলে দিলেন স্থানীয় পুরপিতা সম্রাট তপাদার। অসহ্য গরমে রীতিমতো ছটফট করতে থাকা খুদে পড়ুয়াদের কাছে গিয়ে তাদের খাওয়ালেন গ্লুকোন-ডি।গরমে ঠান্ডা পানীয় পেয়ে রীতিমতো খুশি তারা।

পুরপিতা তথা রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার এদিন বলেন- রাজ্যজুড়ে তাপ্প্রবাহ শুরু হয়েছে। এই গরমে স্কুলে পড়তে আসা শিশুরা খুব কষ্ট পাচ্ছে। এর মধ্যেই তারা পড়াশুনো করছে। আমরা তাই স্থির করি তাদের যদি গ্লুকোন-ডি হেলথ ড্রংক দোয়া যায় তাহলে তারা কিছুটা স্বস্তি পেতে পারে। সেই মতো এদিন তাদের সকলের হাতে গ্লুকোন-ডি’র প্যাকেট তুলে দেওয়া হয়। আমি চাই, এই ধরনের হেলথ ড্রিংক যদি শিশুদের সপ্তাহে একদিন করে দেওয়া যায়। আমরা তার চেষ্টা করবো।

স্কুলের প্রধান শিক্ষিকা পুরপিতা সম্রাট তপাদারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এলাকার পুরপিতা সম্রাট তপাদার এদিন স্কুলের ২৩৫জন শিশুকে হেলথ ড্রিংক খাইয়েছেন। এর ফলে শিশুরা সকলেই খুব খুশি। এই গ্রমে এ ধরনের হেলথ ড্রিংক পেয়ে ছোছোট ছেলে-মেয়েরা রীতিমতো আনন্দিত। আমরা স্কুলের পক্ষ থেকে পুরপিতাকে ধন্যবাদ জানাই।

Published on: এপ্রি ২৬, ২০২২ @ ২৩:৫৩


শেয়ার করুন