ফের LOC-এর উপর যুদ্ধবিরাম নীতি লঙ্ঘন পাকিস্তানের- এক জওয়ান শহীদ, গ্রেনেড হামলায় জখম তিন পুলিশ কর্মী

দেশ
শেয়ার করুন

  • প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে- পাকিস্তান ভারতের সীমান্ত চৌকিগুলিকে নিশানা বানিয়েছে।
  • সোপোরে পুলিশ বাহিনীর উপর গ্রেনেড হামলার পর জঙ্গিদের ঘিরে ফেলা হয়েছে

Published on: মার্চ ২১, ২০১৯ @ ১৬:৪০

এসপিটি নিউজ, শ্রীনগর, ২১ মার্চঃ ফের পাকিস্তান লাইন অব কন্ট্রোল-এ যুদ্ধবিরাম নীতি লঙ্ঘন করল। বৃহস্পতিবার সকাল থেকেই জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে ভারতীয় সীমা লক্ষ্য করে পাকিস্তান সমানে গুলি ছুঁড়তে থাকে। এই সময় ভারতীয় রাইফেলম্যান যশপাল (২৪) শহীদ হন। এরপর জঙ্গিরা পুলিশ বাহিনীকে লক্ষ্য করে তাদের উপর গ্রেনেড ছোঁড়ে। এতে থানার এক আধিকারিক সমেত তিন পুলিশ কর্মী আহত হয়েছেন।

LOC-এর উপর পাকিস্তানকে ভারত দিল উপযুক্ত জবাব

১) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন যে পাকিস্তানি সেনা ভারতী সীমানায় সুন্দরবনী সেক্টরে সেনা চৌকিগুলিকে নিশানা বানিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে গোলাবারী ক্রমেই বেড়েছে। তবে ভারত চুপ করে থাকেনি। উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তানকে।

সোপোরে জঙ্গিদের ঘিরে ফেলা হয়েছে

২) সোপরে পুলিশের উপর গ্রেনেড হামলার পর নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সোপোরে জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুয়রু করেছে। সংবাদ সংস্থার সূত্র অনুযায়ী, জঙ্গিরা একটি ঘরের মধ্যে নিজেদের লুকিয়ে রেখেছে। যে ঘরটিকে জওয়ানরা সম্পূর্ণভাবেই ঘিরে ফেলেছে।

পুলওয়ামা হামলার পর থেকে জঙ্গি ধরপাকড় আরও তীব্র

৩) ১৩ই ফেব্রুয়ারি জৈশ-ই-মহম্মদ সিআরপিএফ কনভয়ের উপর আত্মঘাতী জঙ্গি হামলা চালায়।যেখানে আমাদের ৪০জন জুয়ান শহীদ হন। এরপরই মোদি সরকার জঙ্গিদের বিরুদ্ধে কিভাবে কখন কেমন ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে সেনাকে পুরো স্বাধীনতা দেন। ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক চালিয়ে জৈশের প্রশিক্ষণ শিবির তছনছ করে দিয়ে আসে। যেখানে ২৫০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে বলে খবর মেলে।

Published on: মার্চ ২১, ২০১৯ @ ১৬:৪০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + = 16