ফের আক্রান্ত ‘বিদ্যাসাগর’ : জন্মশতবার্ষিকীর আলোচনা সভায় বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ

Main রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ২, ২০১৯ @ ২৩:৪২

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২জুলাই:  মহামানব পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের প্রাক দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করেছিল এসইউসিআই।পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড়ে ফুলিয়া গ্রামে চলছিল সেই অনুষ্ঠান। সেখানে অতর্কিতে হামলা চালায় বিজেপি এমনই অভিযোগ করেছে এসইউসিআই।এই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার জেলায় ‘প্রতিবাদ দিবস’ পালিত হয়।

বেলদাতে দলের জেলা সম্পাদক নারায়ণ অধিকারীর নেতৃত্বে  বিক্ষোভ মিছিল ও থানায় ডেপুটেশন দেওয়া হয়। মেদিনীপুরে জেলাশাসক ও পুলিশ সুপারের নিকট ডেপুটেশন ও ক্ষুদিরাম মোড়ে  বিক্ষোভ সভা করা হয়। বিদ্যাসাগর মূর্তির পাদদেশে প্রতিবাদ সভার পর মিছিল করা হয়। সেখানে বক্তব্য রাখেন দলের  জেলা কমিটির সদস্য দীপক পাত্র, যুব সংগঠনের জেলা সভানেত্রী অনিন্দিতা জানা ,জেলা সম্পাদিকা ঝর্ণা জানা প্রমুখ।

জেলা সম্পাদক নারায়ণ অধিকারী বলেন-” যুক্তি-সত্য-ন্যায়কে লুঠবাজ সাম্প্রদায়িক বিজেপি ভয় পায় বলেই নবজাগরণের পথিকৃৎ মহামানব বিদ্যাসাগরের চর্চাকে আতঙ্কের চোখে দেখে।তাই ইতিপূর্বে কলকাতায় অমিত শাহ’র নেতৃত্বে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। গতকাল বিদ্যাসাগরের জন্মভূমি মেদিনীপুর জেলাতেও এই কলঙ্কজনক ঘটনা তারা ঘটালো।আশার আলো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ঘটনার বিরূদ্ধে সোচ্চার হচ্ছেন।গতকালও এই ঠ্যাঙারে বাহিনীকে প্রতিরোধ করেছেন এলাকার মা-বোনেরা ।আমরা এই অপরাধীদের দ্রুত শাস্তির দাবি করছি। বিদ্যাসাগরের জেলায় সুস্থ পরিবেশ বজায় রাখা ও যথাযোগ্য মর্যাদায় বিদ্যাসাগরের জন্মের দ্বি-শতবর্ষ পালনের আহবান জানাচ্ছি।”

Published on: জুলা ২, ২০১৯ @ ২৩:৪২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 2