আজ বন্ধ হয়ে গেল বিশ্বের প্রসিদ্ধ গঙ্গোত্রী ধামের দ্বার, শীতকালীন পুজো এবার মুখয়ায়

Main দেশ ধর্ম
শেয়ার করুন

Published on: নভে ৮, ২০১৮ @ ২৩:০২

এসপিটি নিউজ, দেরাদুন, ৮ অক্টোবরঃ এবছর শীতকালের জন্য আজ বৃহস্পতিবার বিশ্ব প্রসিদ্ধ গঙ্গোত্রী ধামের দ্বার সমস্ত আচার-বিধি মেনেই বন্ধ করে দেওয়া হল। এরপর মা গঙ্গার উৎসব ডোলি মুখীমঠের উদ্দেশ্যে রওনা হল। ডোলি শুক্রবার মুখীমঠ পৌঁছবে। আগামী ছয় মাস সেখানেই মা গঙ্গার মন্দিরে মা গঙ্গার পুজার্চনা হবে।

চারধাম যাত্রা এইসময় সমাপনের পথে। গঙ্গোত্রী ধামের দ্বার বন্ধ হয়ে যাওওয়ার পর শুক্রবার যমুনোত্রী এবং কেদারনাথ ধামের দ্বার সমস্ত বিধি-নিয়ম মেনে বন্ধ করা হবে। বদ্রীনাথ ধামের দ্বার বন্ধ হবে আগামী ২০ নভেম্বর।

বৃহস্পতিবার অন্নকূট পর্বের শুভ মুহূর্তে গঙ্গোত্রী ধামে সকাল সাড়ে আটটা নাগাদ মা গঙ্গার মুকুট খোলা হয়।এরপর পুন্যার্থীরা মা গঙ্গার মূর্তি দর্শন করেন। দুপুর সাড়ে বারোটা নাগাদ অমৃত বেলার শুভ মুহূর্তে দ্বার বন্ধ করে দেওয়া হয়। এরপর পুন্যার্থী ও পুরোহিতরা গঙ্গা স্তোত্র পাঠ করেন। যে মুহূর্তে মা গঙ্গার ভোগমূর্তি মন্দিরের বাইরে নিয়ে আসা হয় সেই মুহূর্তে গোটা এলাকা আধ্যাত্মিক বাতবরনে ছেয়ে যায়।

মহার রেজিমেন্টের জওয়ানদের ব্যান্ডের তালে তালে শোভাযাত্রা সহকারে মন্দিরের পুরোহিত মা গঙ্গাকে নিয়ে হেঁটেই শীতকালীন স্থান মুখয়া গ্রামের দিকে রওনা দেন। তবে আজ রাতে মা গঙ্গার ডোলি মুখয়া থেকে চার কিলোমিটার আগে চন্দোমতি দেবীর মন্দিরে পৌঁছবে।

৯ নভেম্বর সকালে মুখিমঠে অবস্থিত গঙ্গা মন্দিরে পৌঁছবে মা গঙ্গা। মুখয়া গ্রামেই বাস গঙ্গোত্রী মন্দিরের প্রধহান পুরোহিতের।এখানে চারশো পরিবারের বাস। এই গ্রামেরসঙ্গে সড়ক যোগাযোগ আছে। উত্তরকাশি জেলা সদর থেকে এই গ্রামের ৭৮ কিমি। প্রচলিত আছে যে পাণ্ডবরা বানপ্রস্থের সময় এই গ্রামে কাটিয়েছিলেন, ফলে এখানে তাদের বাসভূমি মানা হয়।

মার্কেণ্ডেয় ঋষি স্তব করে এই গ্রামেই অমরত্বের বরদান লাভ করেছিলেন। শীতকালে গঙ্গোত্রী ধামের দ্বার বন্ধ হয়ে যাওয়ার পর এই গ্রামেই আগামী ছয় মাস মা গঙ্গার পূজার্চনা হবে। নিয়ম অনুসারে অক্ষয় তৃতীয়ায় গঙ্গোত্রী ধামের মন্দিরের দ্বার খুলবে।ছবি-জাগরন

Published on: নভে ৮, ২০১৮ @ ২৩:০২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 4