প্রয়াগ তীর্থে প্রধানমন্ত্রীঃ পুজো দেওয়া থেকে শুরু করে জঞ্জাল সাফাই কর্মীদের পা ধুয়ে দিলেন নরেন্দ্র মোদি

দেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৪, ২০১৯ @ ১৭:৪৬

এসপিটি নিউজ ডেস্কঃ আজ রবিবার। ছুটির দিন। কিন্তু তাঁর কোনও ছুটি নেই। সামনেই আবার লোসভা ভোট। সব দিকেই খেয়াল রাখতে হয় তাঁকে।তিনি যে দেশের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি। মন কি বাতে অনুষ্ঠানে তো ভারতবাসীকে ভরসা দিয়েই রাখলেন ফের মন কি বাতে অনুষ্ঠানে দেখা হবে লোকসভা ভোটের পর। অর্থাৎ তিনি নিশ্চিত যে আবারও দেশে বিজেপি সরকার গড়বে। কিন্তু সেসব তো ভবিষ্যতের কথা। বর্তমানে অর্থাৎ আজ রবিবার আর কি করলেন কোথায় গেলেন তিনি।

দেশবাসী একথা শুনে শুধু নয় ছবি দেখে অবাক হয়ে যাবেন যে অতীতে এমন মহান কাজ আর কোনও প্রধানমন্ত্রী করেছেন কিনা।সেই প্রশ্ন থাকুক। তবে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রয়াগ তীর্থে পৌঁছন। আর সেখানে পৌঁছে তিনি কিছু কর্মসূচি পালন করেন।

প্রধানমন্ত্রী প্রথমে প্রয়াগের কুম্ভ মেলায় পুজো দেন। আরতি করেন। এগুলি তিনি তাঁর চিরাচরিত রূপেই করেন। কিন্তু এরপরই তিনি এক মহান কাজ করেন যা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি হয়তো নানা ধরনের মন্তব্য শুরু করে দেবেন। প্রধানমন্ত্রীর অবশ্য তা নিয়ে কোনও মাথাব্যাথা নেই। তিনি সব সময় স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে চলার কথা বলেন। শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে মেনে চলেন। শ্রদ্ধা করেন। স্বামীজীর সেই বানী তিনি যে অক্ষরে অক্ষরে মেনে চলেন তারই এক নমুনা পেশ করলেন মোদি।

আগে থেকেই স্থির ছিল প্রয়াগ তীর্থের কয়েকজন জঞ্জাল সাফাই কর্মীকে একত্রিত করতে। সেই মতো পাঁচ জন সাফাই কর্মীকে চেয়ারে বসানো হয়। যাদের মধ্যে দু’জন মহিলাও ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বসেন মেঝেতে। এরপর প্রধানমন্ত্রী প্রথমে জল দিয়ে একে একে প্রত্যেক সাফাই কর্মীর পা ধুয়ে দেন। এরপর সাদা তোয়ালে দিয়ে মুছিয়ে দেন তাদের প্রত্যেকের পা।

স্বামী বিবেকানন্দ বলতেন-“জীবে প্রেম করে যে জন সেইজন সেবিছে ঈশ্বর।” প্রধানমন্ত্রী মোদি আজ সেই কাজটাই করে স্বামীজীর বানীকে শুধু ভাষনের মধ্যে আবদ্ধ না রেখে নিজের জীবনের কর্মেও তা প্রমাণ করে দেখালেন।

Published on: ফেব্রু ২৪, ২০১৯ @ ১৭:৪৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 9 =