কুলগামে শহীদ ডিএসপি অমন ঠাকুর, এনকাউন্টারে খতম ৩ জঙ্গি

দেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৪, ২০১৯ @ ১৯:৩১

এসপিটি নিউজ, শ্রীনগরঃ পুলওয়ামা হামলার জের অব্যাহত। ওইদিনের হামলায় জড়িত জঙ্গিদের ধরতে এখন চলছে অপারেশন-৬০।যা করতে গিয়ে আজ আর একবার ফের জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার হয়। তাতে কাশ্মীর পুলিশের একজন ডিএসপি পদ মর্যাদার এক পুলিশ আধিকারিক শহীদ হন। শহীদ ওই পুলিশ আধিকারিকের নাম অমন ঠাকুর।

পুলিশ জানায় যে রবিবার কুলগামের তুরিবাগ এলাকায় জৈশ-এর জঙ্গিরা জমায়েত হয়েছে বলে খবর আসে। এরপরই সেখানে অপারেশন শুরু করে পুলিশ-সেনা যৌথভাবে। জঙ্গিরা ধরা পড়ে যাবে এই আতঙ্কে তারা গুলি চালাতে শুরু করে। এই সময় দুই জঙ্গির মৃত্যু হয়। এইসময় অপারেশনে নেতৃত্ব দিচ্ছিলেন ডোডার বাসিন্দা ডিএসপি অমন ঠাকুর। এই সময় জঙ্গিদের টার্গেট হয়ে যায় অমন। তাঁর মাথা লক্ষ্য করে চালায় বুলেট। সেটি লাগতেই লুটিয়ে পড়েন তিনি। তাঁকে জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে শেষ রক্ষা হয়নি।শহীদ হন অমন ঠাকুর।

অমন ঠাকুর ছাড়াও তাঁর এক দেহরক্ষীও আহত হয়েছেন। পাশাপাশি এক মেজর এবং এক জওয়ানও আহত হয়েছেন। এখনও অপারেশন চলছে। এখনও পর্যন্ত এক জঙ্গির দেহ উদ্ধার করা হয়। পুলওয়ামায় হামলার পর থেকেই নিরাপত্তা রক্ষীরা এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন আর বাড়িয়ে দেয়। আর সেই অপারেশনে জৈশ-ই-মহম্মদের নেতা পুলওয়ামার মাস্টারমাইন্ড গাজী রশিদকে খতম করতে সফল হয়।

সেদিনের এনকাউন্টারে গাজীর পাশাপাশি স্থানীয় এক জৈশ জঙ্গি হিলাল্কেও খতম করে সেনা। এর দু’দিন বাদে পিঙ্গলিনায় ফের এক এনকাউন্টারে এক মেজর সমেত জওয়ান শহীদ হয়ে যায়। এর ফলে গত এক সপ্তাহে আমাদের ৪৫জন জওয়ান শহীদ হয়েছে।

এখন অপারেশন-৬০ চলছে। সেনার কাছে খবর আছে যে এলাকায় এখনও পর্যন্ত ৬০ জন জঙ্গি এলাকায় লুকিয়ে আছে। যার মধ্যে ৩৫জন পাকিস্তানি। এই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধেই সেনার অভিযান চলছে। এজন্যই অপারেশন-৬০ নাম দেওয়া হয়েছে। এর আগে অপারেশন-২৫ হয়েছে। তাতে জৈশ-এর অন্যতম মাথা পাকিস্তানি জঙ্গি গাজী রশিদকে খতম করে সেনা।

কুলগামে আজ শহীদ হওয়া ২০১১ সালের কাশ্মীর পুলিশ সার্ভিস বা কেপিএস ব্যাচের অফিসার ছিলেন অমন ঠাকুর। বিগত দেড় বছর ধরে জম্মু ও কাশ্মীর পুলিশের হয়ে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছিলেন।জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং বলেন-“এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক যে আমরা এক বাহাদুর অয়াধিকারিককে হারালাম। অমন একজন বড় ফাইটার ছিলেন এবং তিনি অপারেশনে নেতৃত্ব দিচ্ছিলেন। দেড় বছর আগে তিনি দক্ষিণ কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে সফল অপারেশন চালান। গত মাসেই তাঁকে পুলিশ পদক দিয়ে সম্মানিত করা হয়।

Published on: ফেব্রু ২৪, ২০১৯ @ ১৯:৩১

 

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

69 − = 60