মমতাদিদি, আপনাকে হারাতে দিল্লি থেকে কেউ আসবে না, বাংলার থেকেই হবে মুখ্যমন্ত্রী-অমিত শাহ

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ২০, ২০২০ @ ২২:০৪

এসপিটি নিউজ, বোলপুর, ২০ ডিসেম্বর:  ‘বহিরাগত’ প্রশ্নে ফের সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রবিবার বোলপুরে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে জানিয়ে দিলেন তাঁর জবাব। বললেন- মমতাদিদি, আপনাকে হারাতে দিল্লি থেকে কেউ আসবে না। বাংলার ভূমিপুত্রই হবে মুখ্যমন্ত্রী।

বহিরাগত প্রশ্নে মমতাকে জবাব অমিত শাহের

বহিরাগত প্রশ্নের জবাব দিতে গিয়ে এদিন অমিত শাহ বলেন- “মমতাদিদি যখন কংগ্রেসে ছিলেন তখন এ রাজ্যে ইন্দিরা গান্ধী আসেননি? পি ভি নরসিমহা রাও আসেননি? তাহলে আজ এসব প্রশ্ন উঠছে কেন? এসব সঙ্কীর্ণ রাজনীতি করা বন্ধ করুন। আর মমতাদিদি, আপনাকে হারাতে দিল্লি থেকে কেউ একাহ্নে আসবে না। আপনার সামনে বাংলার ভূমিপুত্রই লড়বে। এই বাংলার মাটি থেকেই উঠে আসবে বাংলার মুখ্যমন্ত্রী। আপনি কি চান, পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে কেউ আসতে পারবে না। মনে রাখবেন, এই বাংলা ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। আপনি এসব বলা বন্ধ করুন।”

উন্নয়নে সারা দেশের মধ্যে বাংলার অবস্থান- বললেন অমিত শাহ

কয়েক দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের রিপোর্ট কার্ড পেশ করেছে। এদিন সেই কথা উল্লেখ করে অমিত শাহ তুলে ধরলেন সারা দেশের মধ্যে বাংলার বর্তমান অবস্থার চেহারা। বলেন-

  • দেশ যখন স্বাধীন হয়েছিল তখন শিল্পক্ষেত্রে বাংলার অবদান ছিল ৩০ শতাংশ। এখন তা কমে দাঁড়িয়েছে ৩.৫ শতাংশ।
  • রোজগারের ক্ষেত্রে বাংলার অবদান ছিল ২৭ শতাংশ। এখন তা নেমে এসেছে ৪ শতাংশে।
  • ১৯৫০ সালে ফার্মাসিউটিক্যালসে বাংলার ভূমিকা ছিল ৭০ শতাংশ। এখন নেমে এসেছে ৭ শতাংশে।
  • ২০১৮-১৯ সালের হিসেবে প্রতি ব্যক্তি আয়ের নীরিখে বাংলার স্থান ৩২টি রাজ্যের মধ্যে ২২তম।
  • ২০১৮-১৯ সালের হিসেবে প্রতি ব্যক্তি আয়ের স্থির মূল্যের প্রশ্নে বাংলার স্থান দেশের ৩২টি রাজ্যের মধ্যে ২৪তম স্থানে।
  • ঘরোয়া উৎপাদনের ক্ষেত্রে বাংলার অব্দান মাত্র ৬.০৩ শতাংশ।
  • প্রাথিমিক স্বাস্থ্যকেন্দ্রে বাংলায় ৩৯ শতাংশ চিকিৎসকের পদ শূন্য পড়ে আছে।
  • বাংলায় এখনও বিদ্যালয়ে ৩০ শতাংশ ক্লাস রুম নেই।
  • এখনও বাংলায় ১০ শতাংশ বিদ্যালয়ে বিদ্যুৎ পৌঁছয়নি।
  • এখনও বাংলায় ৫৬ শতাংশ বিদ্যালয়ে শৌচাগার নেই।

এসব তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল সরকারের বিরুদ্ধে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন- “আপনাদের যদি মনে হয়ে এসব আমি ভুল বলছি তাহলে আপনারাই একটা জায়গা ঠিক করুন । যেখানে আমাদের যুব মোর্চার সভাপতি বসে এসব বিস্তারিতভাবে বুঝিয়ে দেবে।”

এসবে এক নম্বর হয়েছে বাংলা- অমিত শাহ

অমিত শাহ এবার তৃণমূল কংগ্রেস সরকারকে খোঁচা দিয়ে বলেন- এই সরকার উন্নয়নের প্রশ্নে এক নম্বর না হতে পারলেও তারা কিন্তু তোলাবাজি, দুর্নীতি, স্বজন-পোষণ, পরিবারবাদ আর কার্যকর্তাদের খুন করার ক্ষেত্রে এক নম্বর স্থান অধিকার করে নিয়েছে।

নয়া ট্রেন্ড-এ তিনটি দিক তৈরি করেছে তৃণমূল সরকার-অমিত শাহ

এরপরই অমিত শাহ বলেন- “এখানে এখন একটা ট্রেন্ড তৈরি করা হয়েছে। যা তিনটি দিকের উপর নির্ভর করছে। ১) প্রশাসনকে রাজনীতিকরণ, ২) রাজনীতিকে অপরাধীকারণ এবং ৩) অপরাধকে প্রাতিষ্ঠানীকরণ। মমতাদিদি ভাবছে, কবে আমি ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাবো আর তখনই বাংলার ভালো হবে। এভাবেই বাংলা ক্রমে পিছিয়ে পড়ছে সারা দেশের মধ্যে।”

Published on: ডিসে ২০, ২০২০ @ ২২:০৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 − = 24