TAFI-র প্রস্তাবকে স্বাগত জানালো AIR INDIA- কার্যকর হলে লাভবান হবে কলকাতার বিমানযাত্রীরা

Main দেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

  • আজ কলকাতায় একটি হোটেলে ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা ‘টাফি’-র বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
  • সেখানে তারা এয়ার ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার(বাণিজ্য)বিপনন যোজনা, রামবাবু সি ও ইস্টার্ন রিজিওনের জেনারেল ম্যানেজার (বাণিজ্য)সঞ্জয় মিশ্রকে বিশেষ স্মারক দিয়ে সম্বর্ধিত করেন।
  • টাফি-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি এয়ার ইন্ডিয়ার দুই কর্তার সামনে রাখলেন বেশ কিছু প্রস্তাব।
  • কল্কাতা-লন্ডন উড়ান চালুর প্রস্তাবকে বিবেচনার মধ্যে রাখা হবে বলে জানালেন এয়ার ইন্ডিয়ার কর্তা রামবাবু সি।

Reporter: Aniruddha Pal

Published on: ফেব্রু ২৬, ২০২০ @ ২৩:১৪ 

এসপিটি নিউজ, কলকাতা, ২৬ ফেব্রুয়ারি: পরিকাঠামো সকলের থেকে ভালো থাকা সত্ত্বেও এয়ার ইন্ডিয়ার মতো প্রতিষ্ঠান আজ লোকাসানে চলছে। কিন্তু একটু সঠিক পরিকল্পনা আর চিন্তা-ভাবনা থাকলে এই প্রতিষ্ঠান যে আবার স্বমহিমায় তার পুরনো জায়গায় ফিরে যেতে পারবে সেটা পর্যটন দুনিয়া থেকে অসামারিক বিমান পরিবহন জগতের সকলেই এক বাক্যে স্বীকার করে নেবেন। আর তেমন ভাবনা থেকেই আজ কলকাতায় ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা ‘টাফি’-র বিশেষ সভায় তারা এয়ার ইন্ডিয়ার দুই কর্তার কাছে রাখলেন সেরকমই কিছু ইতিবাচক প্রস্তাব। যা সত্যিই প্রশংসনীয়। এয়ার ইন্ডিয়ার কর্তারাও টাফির প্রস্তাবকে স্বাগত জানিয়ে আশ্বস্ত করলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে কথা বলে তারা তা কর্যকর করার প্রয়াস নেবেন।

কলকাতায় টাফি-র বিশেষ সভায় সম্বর্ধিত এয়ার ইন্ডিয়ার দুই কর্তা

আজ কলকাতায় একটি হোটেলে ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা ‘টাফি’-র বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেখানে তারা এয়ার ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার(বাণিজ্য)বিপনন যোজনা, রামবাবু সি ও ইস্টার্ন রিজিওনের জেনারেল ম্যানেজার (বাণিজ্য)সঞ্জয় মিশ্রকে বিশেষ স্মারক দিয়ে সম্বর্ধিত করেন। তাদের দু’জনের হাতে স্মারক তুলে দেন টাফির-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি। এরপর তিনি এয়ার ইন্ডিয়ার দুই শীর্ষ কর্তার কাছে টাফির-র পক্ষ থেকে কিছু প্রস্তাব পেশ করেন।

টাফি-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি যে প্রস্তাবগুলি রাখলেন

  • টাফি-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি বলেন- এয়ার ইন্ডিয়ার মতো এত বড় প্রতিষ্ঠানের কাছে এত ভালো পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন তারা পিছিয়ে থাকবে। কলকাতায় এখন অনেক সুযোগ আছে। কলকাতা থেকে এখন বহু যাত্রী ইউরোপ ভ্রমণ করে। তারা নিয়মিত যান লন্ডন। এমন যাত্রী অনেক আছে। তাহলে কেন কলকাতা থেকে কলকাতা-লন্ডন উড়ান চালু হবে না? আপনারা এই বিষয়টিকে যদি বিশেষ গুরুত্ব দিয়ে কলকাতা-লন্ডন উড়ান চালু করেন তাহলে এটা এয়ার ইন্ডিয়ার পক্ষে খুবই লাভজনক হবে। আগামী শীতের মরশুমে যদি চালু করা যায় তাহলে ভালো হবে।
  • একই সঙ্গে তিনি আরও একটি প্রস্তাব রাখেন এয়ার ইন্ডিয়ার কাছে।টাফি-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি বলেন- এখন কলকাতা থেকে বহু যাত্রী শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ভ্রমণ করেন। সেক্ষেত্রে কলকাতায় যদি এয়ার ইন্ডিয়া একটি বড় হাব তৈরি করে তাহলে সেটাও তাদের পক্ষে লাভজনক হয়ে উঠবে। প্রসঙ্গত, আজ সকালে মুম্বই থেকে গুয়াহাটিগামী একটি বিমান কলকাতা বিমানবন্দরে জরুরী অবতরন করে। এমন ঘটনা একাধিক বার ঘটেছে। তাই সেক্ষেত্রে কলকাতার মতো আন্তর্জাতিক মানের বিমানবন্দরের গুরুত্ব অনেক বেশি। সেক্ষেত্রে এই বিমানবন্দরকে যদি বেশি করে এয়ার ইন্ডিয়া গুরুত্ব দেয় তাহলে কলকাতার থেকে তারা লাভবান হবেই।
  • এয়ার ইন্ডিয়ার হাতে এমন কিছু পরিকাঠামো আ্ছে যা অন্য বিমান সংস্থার হাতে নেই। শুধুমাত্র প্রচার না থাকায় আজ এয়ার ইন্ডিয়াকে লোকসানের পথে হাঁটতে হচ্ছে, মনে করছেন পর্যটন ব্যবাসায়ীদের অনেকেই। একথা মেনে নিয়েছেন এয়ার ইন্ডিয়ার শীর্ষ কর্তাদের একাংশও। রামবাবু সি নিজেও তা স্বীকার করেছেন। টাফির-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি এই সূত্র ধরেই জানালেন- কলকাতা থেকে ইউএসএ যায় এয়ার ইন্ডিয়ার ৭৪৭ বোয়িং। বিমানটি কলকাতা থেকে ছেড়ে দিল্লি হয়ে ইউএসএ যায়। বিমানটিতে ৩৮০জন যাত্রী সওয়ার করেন। যাদের বেশিরভাগই হলেন সিনিয়র সিটিজেন। এদের কথা ভেবেই রাখা হয়েছে হুইল চেয়ার। এয়ার ইন্ডিয়ার কাছে আছে ১০০টি হুইল চেয়ার। যা অন্য কোনও বিমান সংস্থার হাতে এত বিপুল পরিমানে হুইল চেয়ার নেই।এই তথ্য অনেকেরই জানা নেই। এয়ার ইন্ডিয়াকে এই বিষয়ে আরও বেশি নজর দেওয়া প্রয়োজন।

এয়ার ইন্ডিয়ার কর্তা রামবাবু সি আশ্বস্ত করলেন

এয়ার ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার (বাণিজ্য) বিপনন যোজনা রামবাবু সি টাফি-র প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন- তারা এই বিষয়ে সহমত পোষন করেন। এই সমস্ত প্রস্তাব তারা মন্ত্রকের শীর্ষ কর্তাদের জানাবেন। চেষ্টা করবেন এই প্রস্তাবগুলি যাতে দ্রুত কার্যকর করা যায়।

Published on: ফেব্রু ২৬, ২০২০ @ ২৩:১৪

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 7