প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংযুক্ত আরব আমিরশাহী তাদের সর্বোচ্চ সম্মান দিচ্ছে

দেশ বিদেশ
শেয়ার করুন

  1. জায়েদ মেডেল সংযুক্ত আরব আমিরাশাহী দ্বারা রাষ্ট্রপ্রধানদের দেওয়া সবচেয়ে বড় পুরস্কার।

  2. এর আগে এই সম্মান পেয়েছেন এলিজাবেথ, জর্জ ডবল্যু বুশ, ভ্লাদিমির পুতিন, নিকোলস সারকোজি, শি চিনফিঙ্গ এবং এঞ্জেলা মর্কেল।

  3. ফেব্রুয়ারি মাসে মোদিকে সিওল শান্তি পুরস্কারে সম্মানিত করা হয়।

Published on: এপ্রি ৫, ২০১৯ @ ১৮:১৪

এসপিটি নিউজ ডেস্কঃ পুলওয়ামা হামলার পর থেকে একের পর এক ভারতের কূটনৈতিক চালে কুপোকাত হয়ে পড়েছে পাকিস্তান। আর সব কৃতিত্বই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই দিচ্ছে দেশের কূটনৈতিক মহল থেকে শুরু করে নিরাপত্তা বিভাগ। এমনকি, দেশের নাম করা বিজ্ঞানীরা যাদের ইসরো ও ডিআরডিও-র মতো প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধানরা মোদির প্রশংসায় পঞ্চমুখ।আর এসব যত হচ্ছে লোকসভার ভোটের মুখে মোদির সঙ্গে বিজেপির জনপ্রিয়তা ক্রমে বেড়েই চলেছে। এরই মধ্যে আবার সংযুক্ত আরব আমিশাহী বা UAE দেশের সর্বোচ্চ সম্মান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়ার কথা ঘোষণা করেছে। যা পাকিস্তানের কাছে এক বড় ধাক্কা।

ক্রাউন প্রিন্স নিজে ট্যুইট করে এই খবর দিয়েছেন

1) ইতিমধ্যে ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল এবং ইউরোপিয়ান ইউনিয়নে আগেই পাকিস্তানি জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদকে নিষিদ্ধ ঘোষণা করার পক্ষ নেওয়া হয়েছে। সেখানে ভারত পাশে পেয়েছে ফ্রান্স, ব্রিটেন, আমেরিকার মতো শক্তিধর দেশকে। এখানেই শেষ নয় পুলওয়ামার হামলার পর ইসলামিক দেশের সংগঠন পাকিস্তানের আপত্তি সত্ত্বেও ভারতকে সেখানে আমন্ত্রণ জানায়। এরপর পাকিস্তান সেই বৈঠক বয়কট করে। এখানে দাঁড়িয়ে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ইসলামিক দেশের সংগঠনের মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনের বিরুদ্ধে শুধু আওয়াজ তুলেই থেমে যাননি তিনি ইসলামিক দেশগুলির সমর্থনও আদায় করে আনতে সফল হন।

2) এরই মধ্যে আবার সংযুক্ত আরব আমিরশাহী (UAE) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেদেশের সর্বোচ্চ সম্মান প্রদানের ঘোষোণা করেছে, যা পাকিস্তানের কাছে সত্যি খুবই এক বড় ঝটকা।

3) সংযুক্ত আরব আমিরশাহী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেদেশের সর্বোচ্চ সম্মান জায়েদ মেডেল দেওয়ার কথা ঘোষণা করেছে। জায়েদ মেডেল সংযুক্ত আরব আমিরাশাহী দ্বারা রাষ্ট্রপ্রধানদের দেওয়া সবচেয়ে বড় পুরস্কার। এই খবর এজন্য আরও বেশি গুরুত্বপূর্ণ যে সেদেশের ক্রাউন প্রিন্স নিজে ট্যুইট করে এই খবর দিয়েছেন। বলা হচ্ছে যে মোদিকে এই সম্মান প্রদান করে UAE দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার চেষ্টা করছে।

সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি দেবেন এই পুরস্কার

4) আবুধাবিতে ক্রাউন প্রিন্স এবং সেনার ডেপুটি সুপ্রিম কম্যান্ডার শেখ মহম্মদ জায়েদ বৃহস্পতিবার এক ট্যুইট করে মোদিকে জায়েদ পদক দেওয়ার কথা ঘোষণা করেছেন। শেখ মহম্মদ ট্যুইট করে লেখেন-“দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিকিশিত করতে আলাদা-আলাদ ক্ষেত্রে সাহায্যের মাধ্যম বানাতে আমরা আমাদের বন্ধু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জায়েদ মেডেল প্রদান করে আমাদের প্রশংসা ব্যক্ত করছি।”

5) তিনি ট্যুইট করে আরও লেখেন-“সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ অল নহয়নের হাত দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জায়েদ মেডেল দিয়ে সম্মানিত করা হবে। তিনি ভারতের বৈচিত্র্য, সহিষ্ণুতা, সহ-অস্তিত্ব এবং সম্মানের সংস্কৃতির প্রশংসা করেছেন।

প্রধানমন্ত্রী জানালেন ধন্যবাদ

6) পুরস্কারের ঘোষণা হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ট্যুইট করে শেখ মহম্মদ বিন জায়েদকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন-“আমি এই পুরস্কার বিনম্রতার সঙ্গে স্বীকার করছি। আপনার দূরদর্শী নেতৃত্বে আমাদের রননীতি সম্পর্ক নয়া উচ্চতায় পৌঁছিয়েছে। এই বন্ধুত্ব আমাদের দেশবাসীকে এনে দিয়েছে শান্তি ও সমৃদ্ধি।”

7) বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইট করে লেখেন “ভারতের মহান সুপুত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে UAE-র সম্মানীয় মহম্মদ বিন জায়েদের থেকে জায়েদ পুরস্কার প্রদানের ঘোষণার জন্য তাঁকে স্বাগত জানাই।” তিনি বলেন- এই প্রতিষ্ঠিত সম্মান প্রধানমন্ত্রী মোদিকে দেওয়ার ফলে অন্য ইসলামিক বিশ্বের সাথে এখনও পর্যন্ত সব থেকে মজবুত সম্পর্ক তৈরির চেষ্টায় এক সফলতা মিলেছে। এজন্য ভারতবাসীর পক্ষ থেকে UAE-র রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই দুটি আন্তর্জাতিক সম্মান পেলেন মোদি

8) প্রধানমন্ত্রী মোদি হলেন এই সম্মান পাওয়া প্রথম ভারতীয়। এর আগে এই সম্মান পেয়েছেন এলিজাবেথ, জর্জ ডবল্যু বুশ, ভ্লাদিমির পুতিন, নিকোলস সারকোজি, শি চিনফিঙ্গ এবং এঞ্জেলা মর্কেল। UAE-র এই সর্বোচ্চ সম্মান ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য (পি-৫) এবং জার্মানির রাষ্ট্রপ্রধান পেয়েছেন। কিন্তু এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম এই শক্তশালী রাষ্ট্রপধানদের তালিকায় যুক্ত হয়ে গেল। এর আগে ফেব্রুয়ারি মাসে মোদিকে সিওল শান্তি পুরস্কারে সম্মানিত করা হয়। এই পুরস্কার রাষ্ট্রসংঘের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান এবং বান কি মুন-ও পেয়েছেন।

Published on: এপ্রি ৫, ২০১৯ @ ১৮:১৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 3