নির্বাচন কমিশনের নির্দেশ মেনে পরিবর্তন করা হল কলকাতা পুলিশ কমিশনার সহ চার আইপিএস অফিসারকে

রাজ্য
শেয়ার করুন

  • কলকাতার নয়া পুলিশ কমিশনার হলেন রাজেশ কুমার
  • বিধাননগরের নয়া পুলিশ কমিশনার হলেন এন রমেশ বাবু
  • বীরভূমের নয়া পুলিশ সুপার হলেন অভান্যু রবীন্দ্রনাথকে
  • ডায়মন্ডহারবারের নতুন পুলিশ সুপার হলেন শ্রীহরি পান্ডে

Published on: এপ্রি ৫, ২০১৯ @ ২৩:৪৮

এসপিটি নিউজ, কলকাতা, ৫ এপ্রিলঃ গোটা পশ্চিমবঙ্গে এবার সাত দফায় লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে। ভোট যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় সেদিকে কড়া নজর রেখেছে নির্বাচন কমিশন। আর সেদিকে খেয়াল রেখেই ভোটের আগেই সরিয়ে দেওয়া হল বেশ কয়েকজন আইপিএস অফিসারকে। যাদের মধ্যে কলকাতা পুলিশ কমিশনার, বিধাননগর পুলিশ কমিশনারও আছেন।

ফের বদলি কলকাতা পুলিশ কমিশনার

1) মাত্র দু’মাসের ব্যবধানে সরিয়ে দেওয়া হল কলকাতা পুলিশের দুই কমিশনারকে। এর আগে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছিল অনুজ শর্মাকে। এবার সেই অনুজ শর্মাকেও সরিয়ে দেওয়া হল। তাঁর স্থলাভিষিক্ত হলেন এবার এডিজি, পলিউশন কন্ট্রোল বোর্ড।বিধাননগরের নতুন পুলিশ কমিশনার হলেন নটরাজন রমেশ বাবু।

2) একই সঙ্গে পরিবর্তন করা হল বীরভূম ও ডায়মন্ডহারবার পুলিশ সুপারকেও।ডিসি, এয়ারপোর্ট ডিভিশন অভান্যু রবীন্দ্রনাথকে করা হল বীরভূমের নতুন পুলিশ সুপার এবং ডিসি, কলকাতা আর্মড পুলিশ, তৃতীয় ব্যাটেলিয়ন শ্রীহরি পান্ডেকে দায়িত্ব দেওয়া হল ডায়মন্ডহারবার পুলিশ সুপারের।

3) নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে লিখিতভাবে জানিয়েছিলেন এই চারটি পদের দায়িত্ব্বে থাকা পুলিশ অফিসারদের শুধু সরিয়ে দিলেই হবে না তাদের নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বেই রাখা যাবে না। এরপরই নির্বাচন কমিশনের বিধি মেনে সরিয়ে দেওয়া হয় এই চার পদের দায়িত্বে থাকা আইপিএস অফিসারদের। তাদের জায়গায় নিয়ে আসা হল অন্য চার আইপিএস অফিসারকে।

Published on: এপ্রি ৫, ২০১৯ @ ২৩:৪৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 1 =