রাজ্যের শিক্ষামন্ত্রী কবুল করলেন- “ঝাড়গ্রামের প্রাক্তন পুলিশ ভারতী ঘোষ উর্দি পরে গুন্ডামি করেছে, তখন চিনতে পারিনি”

Main দেশ রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

 

  1. ভারতী ঘোষকে জঙ্গল কুইন বললেন পার্থ।
  2. “বিজেপি শুধু চোর নয় এরা ক্ষমতায় এলে দেশকে টুকরো টুকরো করে দেবে”-তোপ পার্থর

Published on: এপ্রি ৪, ২০১৯ @ ২৩:৫৬

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ৪ এপ্রিলঃ ঝাড়গ্রামের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষকে এতদিনে চিনেছে তৃণমূল কংগ্রেস। অন্তত রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এমনই দাবি।দলের প্রার্থীর হয়ে এদিন নির্বাচনী জনসভায় এসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আর সেখানেই বলে বসলেন- ভারতী ঘোষ সম্পর্কে বেফাঁস মন্তব্য। “ঝাড়গ্রামের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ উর্দি পরে গুন্ডামি করেছে। তাঁকে তখন চিনতে পারেনি। এখন তাঁকে চিনতে পেরেছে।”

রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এমন মন্তব্য ঘিরে বিজেপি পাল্টা প্রশ্ন তুলেছে যে-

  1. ঝাড়গ্রামের পুলিশ সুপার হিসেবে ভারতী ঘোষ ঠিক কতদিন দায়িত্ব সামলেছেন?
  2. রাজ্যের শিক্ষামন্ত্রী ঠিক কি বলতে চেয়েছেন?
  3. ভারতী ঘোষ যদি উর্দি পরে গুন্ডামি করে থাকেন তাহলে দিনের পর দিন রাজ্যের মা-মাটি-মানুষের সরকার কেন চুপ করে থাকল সেই সময়?
  4. কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি?
  5. সেটা কি শুধু তাঁকে দিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে নেওয়ার জন্যই চিনতে না পারার ভান করেছিল?
  6. আর এখন সেই ভারতী ঘোষ বিজেপির প্রার্থী হতেই তাঁর স্বরূপ তৃণমূল কংগ্রেসের লোকজন বুঝে গেল?   
  7. ঠিক কি বলেছেন পার্থ চট্টোপাধ্যায়

তিনি বলেছেন-“ঝাড়গ্রামের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ উর্দি পরে গুন্ডামি করেছে। তখন চিনতে পারিনি। এখন ওর আসল রূপ বেরিয়ে এসেছে।” এরপর ভারতী ঘোষকে ‘জঙ্গল কুইন’ আখ্যা দিয়ে বলেন-“জঙ্গল কুইন জনগণকে ধাপ্পা দেবে ভাবতেই পারিনি। এখন মানুষ ওর আসল রূপ জানতে পারছে।” এরপর তিনি দাবি করেন- জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা করেছে রাজ্য সরকার।

বিজেপি তীব্র আক্রমণ পার্থর

বলেন-“জঙ্গলমহলের উন্নয়নে অনেক কাজ হয়েছে। সেই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিজেপিকে একটিভোটও দেবেন না। বিজেপি শুধু চোর নয় এরা ক্ষমতায় এলে দেশকে টুকরো টুকরো করে দেবে। জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে। ভাইয়ের সঙ্গে ভাইয়ের বিরোধ বাঁধাচ্ছে।” তাই সাম্প্রদায়িক শক্তি বিজেপির হাত থেকে জঙ্গলমহলকে রক্ষা করতে তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা সোরেন টুডুকে জেতানোর আহ্বান জানান রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Published on: এপ্রি ৪, ২০১৯ @ ২৩:৫৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 6 =