পুলিশকে হুমকি ভারতীরঃ কেশপুরে সুনামি শুরু হয়েছে, ‘ আমরা রাজ্যে ক্ষমতায় আসছি, এখনই শুধরে নিন ‘

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

 Published on: জুন ২৫, ২০১৯ @ ২৩:৫৯

 এসপিটি নিউজ, কেশপুর, ২৫জুন: কেশপুরে দাঁড়িয়ে বিজেপির পরাজিত প্রার্থী জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ সরাসরি পুলিশকে হুমকি দিলেন। কেশপুর থানার পুলিশকে বললেন- আপনারা সুযোমোটো কেস করুন। তৃণমূল কংগ্রেস নেতা মহম্মদ রফিককে গ্রেফতার করুন। এরপরই তাঁর হুমকি পুলিশকে লক্ষ্য করে-“কেশপুরে সুনামি শুরু হয়েছে। আমরা রাজ্যে ক্ষমতায় আসছি, সেই দিন আর বেশি দূরে নেই।নিরপেক্ষভাবে কাজ করুন। না হলে মানুষ হাতে আইন তুলে নিলে তখন আমাদের কিছুই করার থাকবে না।”

সোমবার কেশপুরের পঞ্চমীতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়।তাতে বেশ কয়েকজন বিজেপি সম্ররথক আহত হয়। সেই ঘটনার প্রতিবাদে আজ কেশপুরের চড়কা গ্রামে বিজেপি এক প্রতিবাদ সভা করে। সেখানেই বক্তব্য রাখেন বিজেপির ঘাটাল লোকসভার পরাজিত প্রার্থী ভারতী ঘোষ।

ভারতী পুলিশকে লক্ষ্য করে সরাসরি হুমকি দিয়ে বলেন-“আপনাদের কাজ নিরপেক্ষভাবে করা। অত্যাচারের হাত থেকে মানুষকে রক্ষা করা। পুলিশ যদি নিজের দায়িত্ব পালন না করে তবে সুনামি আটকাতে পারবে না। এই সুনামি ঝড় বেশিদিন আটকে রাখতে পারবেন না। ক্ষমতা থাকলে আটকানোর চেষ্টা করুন।”

“জেলার নতুন এসপি কেশপুরকে রিকভারি করার উদ্যোগ নিয়েছে। তাঁর উদ্যোগ সফল হবে না। কেশপুরে সুনামি শুরু হয়েছে। আমরা রাজ্যে ক্ষমতায় আসছি। সেই দিন আর বেশি দূরে নেই। যারা হামলা করছে তারো কেশপুরে থাকবে আমরাও থাকবো। জনতার আদালত সর্বোচ্চ আদালত। সেই আদালতের রায় শেষ কথা বলবে।” হুঁশিয়ারি দেন ভারতী ঘোষ।

পাশাপাশি তাঁর হুমকি-“মানুষ যখন নিজেদের রক্ষার জন্য নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হবেন্তখন আমাদের কিছুই করার থাকবে না।”

Published on: জুন ২৫, ২০১৯ @ ২৩:৫৯

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

38 − = 37