নারদা কান্ডে গ্রেফতার দুই মন্ত্রী সহ চারজনের জামিন মঞ্জুর

রাজ্য
শেয়ার করুন

Published on: মে ১৭, ২০২১ @ ২০:৪৮

এসপিটি নিউজ, কলকাতা, ১৭ মেঃ নারদা স্টিং অপারেশন কান্ডে সিবিআই আজ সকালে রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, হিরহাদ হাকিম, বিধায়ক মদন মিত্র ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে।তাদেরকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। এদের মধ্যে প্রথম তিনজন তৃণমূলের হলেও শোভন এখন তৃণমূলে নেই। গ্রেফতার হওয়া তৃণমূলের নেতা-মন্ত্রীদের ছেড়ে দেওয়ার দাবিতে চলে বিক্ষোভ। অবশেষে কলকাতায় বিশেষ আদালতে ভার্চুয়াল শুনানির পর চারজনকে জামিনে ছেড়ে দেওয়া হয়। যদিও জামিনের বিরোধিতা করে সিবিআই হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আজ সারা দিন ধরে কি হল

আজ সকালে তৃণমূল কংগ্রেসের তিন বিধায়ক মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম ও মদন মিত্র এবং রাজ্যের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। নিয়ে আসে নিজাম প্যালেসে। এরপর বেলা গরানোর সঙ্গে সঙ্গে নিজাম প্যালেসের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় বাড়তে থাকে।তারা দলের নেতা-মন্ত্রীদের ছেড়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে।

পরিস্থিতি জটিল হয়ে উঠছে বুঝতে পেরে নিজাম প্যালেসে আধা সামরিক বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়। কিন্তু তাতেও পরিস্থিতি প্রথমে প্রশমিত করা যায়নি। এই সময় বিক্ষোভকারীরা আধা সামরিক বাহিনীকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে। তারা প্রতিহত করা চেষ্টা করে। কিন্তু বিক্ষোভকারীরা সংখ্যায় বেশি থাকায় তারা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। সেই সময় লাঠি চার্জ করা হয়।

নিজাম প্যালেসে যখন বিক্ষোভ চলছে সেইসময় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে রাজভবনের সামনে। সেখানেও বিক্ষোভকারীরা জমায়েত হয়ে কোভিড বিধি লঙ্ঘন করে রাজভনের ভিতরে ইট ছুঁতে শুরু করে। কয়েকজনকে দেখা যায় রাজভবনের গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা করতে। যদিও পুলিশ পরিস্থিতি করা হাতে সামাল দেয়।

ইতিমধ্যে নিজাম প্যালেসে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে গিয়ে সিবিআই-কে বলেন- ওদের ছাড়তে হবে না হলে আমাকে গ্রেফতার করতে হবে। টানাপোড়েন চলতে থাকে। বাইরে বিক্ষোভ তখন ভয়াবহ আকার নেয়। সিবিআই গোটা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয় যে গ্রেফতার করা চারজনকে ভার্চুয়ালি বিশেষ আদালতে পেশ করবে।

এই সমসয় রাজ্যপাল জগদীপ ধনকড় এই ট্যুইট বার্তায় হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন যে পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে। আপনি আইন-শৃঙ্খলা ঠিক রাখুন। আমি আপনাকে আবারও বলছি পুলিশ-প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে বলুন। এই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্যুইট করতে দেখা যায়। তিনি দলীয় কর্মী-সমর্থকদের অনুরোধ করেন তারা যেন কোনও প্ররোচনায় পা না দেন। আমরা আইনের পথেই লড়াই করব। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলেও জমায়েত থাকে নিজাম প্যালেসের সামনে।

সিবিআই সব দিক বিবেচনা করে ঠিক করে তারা চারজনকে ভার্চুয়ালি বিশেষ আদালতে পেশ করবে। সেই মতো শুনানি শুরু হয়। অভিযুক্তদের পক্ষে আইনজীবী সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় জামিনের আবেদন করেন। সব দিক খতিয়ে দেখে আদালত চারজনের জামিনের আবেদন মঞ্জুর করেন।

Published on: মে ১৭, ২০২১ @ ২০:৪৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 19 = 26