পুলওয়ামা হামলা নিয়ে পাকিস্তানবাসীর হয়ে সওয়াল স্যাম পিত্রোদারঃ “কিছু লোকের ভুলের শাস্তি গোটা পাকিস্তানকে দেওয়া ঠিক নয়”

দেশ বিদেশ
শেয়ার করুন

  • প্রধানমন্ত্রী মোদী শক্তিশালী সরকারকে প্রতীকী করে তুলেছেন:হিটলারও খুব শক্তিশালী ছিলেন, সকল   স্বৈরাচারী শক্তিশালী, চীনা নেতারাও খুব শক্তিশালী, তাহলে তিনি ভারত কি চায়?
  • “পুলওয়ামা হামলা আর পাঁচটি হামলার মতোই। মুম্বইতেও এমনটাই হয়েছিল।আমরা এবার প্রতিক্রিয়া জানিয়েছি আর কিছু যুদ্ধ বিমান পাঠিয়েছি। কিন্তু এটা সঠিক কাজ নয়।”
  • “খুব সহজেই বোঝা উচিত যে কিছু লোক এখানে এসেছে এবং তারা হামলা করেছে। এজন্য একটা দেশের সমস্ত নাগরিকের উপর দোষ চাপানো যায় না। আমি কোনওভাবেই মানতে পারছি না যে এটা সঠিক কাজ।”

Published on: মার্চ ২২, ২০১৯ @ ১২:২১

এসপিটি নিউজ ডেস্কঃ বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন- “মার খেল পাকিস্তান আর আমাদের দেশের ভিতর কিছু লোক সেই পাকিস্তানের হয়ে সমানে কাঁদুনি গেয়ে চলেছে।” ইতিপূর্বে আমরা দেখেছি যে পুলওয়ামা হামলা্র ঘটনা  এবং তারপর বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইক ঘিরে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি এমন কিছু মন্তব্য করেছে যা নিয়ে উৎসাহিত হয়েছে খোদ পাকিস্তান। এরই মধ্যে লোকসভার ভোটও ঘোষিত হয়ে গেছে। সব দলই জোরকদমে প্রচারও শুরু করে দিয়েছে। আর তার মধ্যেই এক চাঞ্চল্যকর বিবৃতি দিয়ে ভোটের মুখে ফের নতুন করে উত্তাপ ছড়ালেন ইন্ডিয়ান ওভারসীজ কংগ্রেসের সভাপতি স্যাম পিত্রোদা। সরাসরি তিনি বললেন- ” কিছু মানুষের ভুলের শাস্তি গোটা পাকিস্তানকে দেওয়া সঠিক কাজ নয়।”

আজও শোকে পাথর হয়ে আছেন বীর শহীদের মা

১) এখনও সেই জওয়ানের ঘরে তাঁর মা ছেলের শোকে পাথর হয়ে আছেন। এখনও সদ্যোজাত সেই শিশু সন্তানকে কোলে জড়িয়ে ধরে বসে কেঁদে চলেছেন সেই মা- যিনি অনেক আশায় ছিলেন যে তাঁর বীর স্বামী ঘরে ফিরে আসবেন। তাদের সঙ্গে হাসবেন-খেলবেন-ঘুরবেন। এখনও পর্যন্ত সেই ছেলে-মেয়ে জানে না যে পুলওয়ামা হামলায় জঙ্গিরা যেভাবে তাদের বাবাকে হত্যা করেছে এখন তাদের দায়িত্ব কে নেবে?এই সব হাজারো প্রশ্নের জবাব খুঁজে চলেছে সেইসব বীর শহীদের পরিবারের সদস্যরা।

পুলওয়ামা হামলার পর প্রধানমন্ত্রী ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন স্যাম পিত্রোদা

২) গোটা দেশ যখন আওয়াজ তুলছে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে তাদের সব দিক দিয়ে ঘিরে ফেলতে হবে আর ঠিক সেই সময় আরও একজন ভারতবাসী ইন্ডিয়ান ওভারসীজ কংগ্রসের সভাপতি স্যাম পিত্রোদা দাঁড়ালেন পাকিস্তানের পাশে। প্রশ্ন তুললেন দেশের প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও। স্যাম পিত্রোদা বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী শক্তিশালী সরকারকে প্রতীকী করে তুলেছেন: ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, গণতন্ত্রের জন্য শক্তিশালী একটি ভাল জিনিস নয়। হিটলারও খুব শক্তিশালী ছিলেন, সকল স্বৈরাচারী শক্তিশালী, চীনা নেতারাও খুব শক্তিশালী, তাহলে তিনি ভারত কি চায়?”

৩) শুধু পুলওয়ামা হামলার ঘটার বিষয়ই নয় স্যাম পিত্রোদা মুম্বই হামলার ব্যাপারেও কিন্তু গোটা পাকিস্তানকে দোষারোপ করাটাও ভুল বলে জানিয়েছেন। যা নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শুরু হয়ে গেছে নতুন এক বিতর্ক।

৪) গত মাসের ১৪ তারিখে পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ের উপর জৈশ-ই-মহম্মদ এক আত্মঘাতী হামলা চালায়। যেখানে আমাদের ৪০জন বীর জওয়ান শহীদ হন। এই ঘটনার পর ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক চালিয়ে জৈশের জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়ে আসে।

প্রশ্ন তুললেন বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়েও

৫) এই ঘটনাকেও তিনি ভুল বলেছেন সরাসরি। পিত্রোদা বলেন- ” পুলওয়ামা হামলার বিষয়ে আমি খুব বেশি জানি না। এটি আর পাঁচটি হামলার মতোই। মুম্বইতেও এমনটাই হয়েছিল। আমরা এবার প্রতিক্রিয়া জানিয়েছি আর কিছু যুদ্ধ বিমান পাঠিয়েছি। কিন্তু এটা সঠিক কাজ নয়।”

৬) এখানেই থেমে থাকেননি গান্ধী পরিবারের খুব কাছের মানুষটি। তিনি বলেছেন-“পুলওয়ামা হামলা নিয়ে গোটা পাকিস্তানের উপর দোষ চাপানোটা ঠিক নয়। কিছু লোকের ভুলের সাজা গোটা দেশকে দেওয়া উচিত নয়। একই ভাবে মুম্বই হামলার সময়েও আটজন লোক এসেছিল এবং তারা হামলা চালিয়েছিল। এজন্য গোটা পাকিস্তানের উপর দোষ চাপানো একদমই উচিত নয়। খবুব সহজেই বোঝা উচিত যে কিছু লোক এখানে এসেছে এবং তারা হামলা করেছে। এজনয় একটা দেশের সমস্ত নাগরিকের উপর দোষ চাপানো যায় না। আমি কোনওভাবেই মানতে পারছি না যে এটা সঠিক কাজ।”

৭) এখানেই শেষ নয়, স্যাম পিত্রোদা প্রশ্ন তুলে বলেন- “আমি নিউ ইয়র্ক টাইমস এবং অন্যান্য সাংবাদপত্র পড়ে জেনেছি বালাকোটের ঘটনার কথা। আমার প্রশ্ন-আমরা কি সত্যিই সেখানে হামলা করেছি এবং সেখানে কি সত্যি ৩০০লোক মারতে পেরেছি?”

Published on: মার্চ ২২, ২০১৯ @ ১২:২১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

83 + = 92