আজ অভিনেতা ওমরেশ পুরীর ৮৭তম জন্মদিনে GOOGLE DOODLE বানিয়ে জানাল শ্রদ্ধা

Main দেশ বিনোদন
শেয়ার করুন

Published on: জুন ২২, ২০১৯ @ ১৫:৫০

এসপিটি নিউজ ডেস্ক:  বলিউড অভিনেতা ওমরেশ পুরীর আজ ৮৭তম জন্মদিনে গুগল তাকে নিয়ে ডুডল বানিয়ে শ্রদ্ধা জানাল। বলিউড অভিনেতা ওমরেশ পুরী ১৯৩২ সালের ২২শে জুন পাঞ্জাবের নোয়াংশহরে জন্মেছিলেন। তাঁর চারা ভাই ও বোন ছিল। এর মধ্যে মদন পুরী এবং চমন পুরী দু’জনেই চলচ্চিত্র অভিনেতা ছিলেন। ওমরেশ পুরী মি. ইন্ডিয়া ছবিতে মোগাম্বো রোলে অভিনয়ে এত বিখ্যাত হয়ে যান যে সেটা সকলের কাছে পরিচিত হয়ে ওঠে। তিনি শুধু ভিলেনের রোলেই বিখ্যাত হয়েছেন এমন নয় কিছু চারিত্রিক ভূমিকায় অভিনয় যেমন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে ওমরেশ পুরী সেই বিখ্যাত ডায়লগ- ‘যা সিমরন যা’ তো এতই আইকনিক হয়ে যায় যে আজও সেই ডায়লগ সকলের মুখে মুখে ফেরে।

হলিউডের ছবিতেও অভিনয় করেন ওমরেশ পুরী

ওমরেশ পুরী স্টিফেন স্টিফেন স্পিলবার্গের হলিউডের ফিল্ম- ‘ইন্ডিয়ানা জোনস এন্ড দ্য টেম্পল অফ ডুম’ ছবিতে মোলা রামের ভূমিকায় ১৯৮৪ সালে অভিনয় করে সারা বিশ্বের নজরে আসেন। তিনি তিনটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। অভিনয় জগতে তিনি হিন্দি, কন্নড়, মারাঠি, হলিউড, পাঞ্জাবি, মালাওয়ালম, তেলেগু এবং তামিল ছবিতে অভিনয় করেছেন।

জীবনের প্রথম স্ক্রিন টেস্টে তিনি ফেল করেন

ওমরেশ পুরী তাঁর দীর্ঘ ৩৮ বছরের অভিনয় জীবনে ১৯৬৭ সাল থেকে শুরু করে ২০০৫ সাল পর্যন্ত মোট ৪০০টি ছবিতে কাজ করেছেন।

তাঁর বড় ভাই মদন পুরী ও চমন পুরীর হাত ধরে ওমরেশ পুরী মুম্বইতে পা রেখেছিলেন। ততদিনে তাঁর দুই বড় ভাই অভিনয় জগতে নাম করে গিয়েছেন। তাঁরা দু’জনেই প্রতিষ্ঠিত। জীবনের প্রথম স্ক্রিন টেস্টে তিনি ফেল করেন। এর পর তিনি সরকারি এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশনে চাকরি খোঁজেন। এই সময় তিনি পৃথ্বি থিয়েটারে সত্যদেব দুবের লেখা নাটকে অভিনয়ও করেন।১৯৭৯ সালে তিনি জিতে নেন সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড।

‘হাম পঞ্চ’ ছবিতে ভিলেনের অভিনয় দিয়ে সাফল্য শুরু

পুরী ১৯৭০ সালে কিছু ফিল্মে সাপোর্টিং রোলে অভিনয়ের সুযোগ পান। ১৯৮০ সালে তাঁর সামনে আসে মস্ত বড় এক চ্যালেঞ্জ। ‘হাম পঞ্চ’ ছবিতে প্রধান ভিলেনের ভূমিকায় অভিনয় করার সুযোগ আসে তাঁর সামনে। এরপর ১৯৮২ সালে সুবাস ঘাইয়ের ফিল্ম বিধাতায় প্রধান ভিলেনের চরত্রে অভিনয়ের সুযোগ পান ওমরেশ পুরী। এরপর ১৯৮৩ সালে দুই কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার ও অমিতাভ বচ্ছনের সঙ্গে অভিনয়ের সুযোগ পান। সেখানে তিনি মুখ্য ভিলেনের চরিত্রে অভিনয় করেন। এরপর থেকে তিনি নিয়মিত সুবাস ঘাইয়ের ছবিতে অভিনয় করে যেতে থাকেন।

পজিটিভ রোলেও দেখিয়েছেন তাঁর অভিনয় দক্ষতা

অমরেশ পুরী ছিলেন বিখ্যাত অভিনেতা ও গায়ক কে এল সায়গলের ভাইপো।১৯৯০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ওমরেশ পুরী অবশ্য পজিটিভ রোলেই অভিনয় করে বিখ্যাত হয়ে যান। যার মধ্যে রয়েছে- ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ফুল অউর কাঁটে’, ‘গরদিশ’, ‘পরদেশ’, ‘ভিরাসত’, ‘ঘাতক’, ‘চায়না গেট’ এবং ‘মোহাব্বতে’।

মাত্র ৭৩ বছর বয়সেই চিরঘুমের দেশে চলে গেলেন ওমরেশ পুরী

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে এই মহান অভিনেতা ওমরেশ পুরী ২০০৪ সালে হিন্দুজা হসপিটালে ভর্তি হন। সেখানে প্রায় ১৪দিন ধরে তাঁর চিকিৎসা চলার পর ২০০৫ সালের ১২ই জানুয়ারি সকাল সাড়ে সাতটা নাগাদ হৃদস্পন্দন বন্ধ হয়ে চির ঘুমের দেশে চলে যান। পরদিন ১৩ই জানুয়ারি মুম্বইয়ের শিবাজী পার্কে শেষকৃত্য সম্পন্ন হয়।

Published on: জুন ২২, ২০১৯ @ ১৫:৫০

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 2 =