বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ ও দু’বার চ্যাম্পিয়ন হওয়ার যে রেকর্ড গড়েছেন তিনি আজ পর্যন্ত কেউ তা ভাঙতে পারেননি

খেলা বিদেশ
শেয়ার করুন

 Published on: জুন ৩, ২০১৮ @ ১১:৫০

এসপিটি স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ ফুটবল এমন এক টুর্নামেন্ট যেখানে খেলার সুযোগ পাওয়াটাই একটা বিশাল ব্যাপার। এমন অনেক দেশ আছে যারা বিশ্বকাপে কোয়ালাই করতে পারে না। ইতালির মতো নামি দলও এবার কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে ব্রাজিল, জার্মানির মতো দেশ লাগাতর বিশ্বকাপে দাপিয়ে বেড়াচ্ছে। আর তাদের মতো একাধিক দেশের ফুটবলাররা একাধিক বিশ্বকাপে অংশ নিয়েছেন।সব চেয়ে বেশি ম্যাচ খেলে সর্বকালের এক সেরা রেকর্ড নিজের দখলে রেখে দিয়েছেন ব্রাজিলের কাফু। তাঁর আর ও একটি রেকর্ড আছে টানা তিনিটি বিশ্বকাপের ফাইনাল খেলা।

কাফুর পুরো নাম মার্কোস ইভানজেলিস্তা দে মোরাইস। ১৯৭০ সালের ৭ জুন জন্মেছিলেন তিনি। ব্রাজিলের জাতীয় দলের হয়ে তিনি ১৪২টি ম্যাচ খেলার রেকর্ড অর্জন করেন। এটা সর্বকালের সেরা রেকর্ড। আন্তর্জাতিক পর্যায়ে এমন রেকর্ড এর আগে কেউ করতে পারেনি।

তিনি ১৯৪, ১৯৯৮, ২০০২ ও ২০০৬ সালে ব্রাজিল দলের হয়ে বিশ্বকাপে ২১টি ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেন। এত বেশি সংখ্যক ম্যাচ তার আগে কারও নেই।এর মধ্যে ১৫টি ম্যাচে জয় আছে তাঁর। ১৯৯৪ ও ১৯৯৮ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ব্রাজিল দলের সদস্য ছিলেন কাফু। তিনি চারবার কপা আমেরিকা খেলার কৃতিত্ব অর্জন করেন। যার মধ্যে দেশের হয়ে দু’বার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদও লাভ করেন ১৯৯৭ ও ১৯৯৯ সালে। ১৯৯৭ সালে ফিফা কনফেডারেশন কাপেও চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন কাফু।

ফুটবল সম্রাট পেলে সর্বকালের সেরা ১২৫জন খেলোয়াড়ের তালিকায় নির্বাচিত করেন। ১৯৯৪ সালে কাফু সাউথ আমেরিকান ফুটবলার অব দ্য ইয়ার হিসেবে সম্মানিত হন।

কাফু জীবনের প্রথম আন্ত্ররজাতিক ম্যাচ খেলেন ১৯৯০ সালে স্পেনের বিরুদ্ধে। যদিও সেটি ছিল ফ্রেন্ডলি ম্যাচ।

কাফু সবস্ময় দলে ফুল-ব্যাক হিসেবে খেলে গেছেন। ব্রাজিল দলে কাফু ছিলেন এক অপরিহার্য খেলোয়াড়। ডিফেন্সে কাফু থাকা মানে ব্রাজিলের অর্ধেক চিন্তা মুক্ত। তিনি ছিলেন অসম্ভব চতুর, কঠোর পরিশ্রমী আর আক্রমনাত্মক মনোভাবাপন্ন। আজ ও তাঁকে ফুটবলপ্রেমীরা তাঁর খেলার ভক্ত। কাফু ছাড়াও আর যেসব খেলোয়াড়রা বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলেছেন তাঁরা হলেনঃ

জার্মানির লোথার ম্যাথিউস ২৫টি (১৯৯২-১৯৯৮)। হ্যাঁ, এটা ঠিক তিনি কাফুর চেয়েও বেশি ম্যাচ ও পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। কিন্তু, কাফু তাঁর চেয়ে এগিয়ে একটি জায়গায় সেটা হল কাফু টানা তিনটি ফাইনাল খেলে দু’টিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। সেখানে ম্যাথিউস ও তিনটি ফাইনাল খেললেও তা হয়েছে ১৯৮২, ১৯৮৬ ও ১৯৯০। যার মধ্যে মাত্র একবার অর্থাৎ ১৯৯০সালে চ্যাম্পিয়ন হয়ন ম্যাথেউসের দল।

ইতালির পাওলো মালদিনিও ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ চারটি বিশ্বকাপ খেলেছেন।তার মধ্যে একবার অর্থাৎ ১৯৯৪সালের ফাইনাল খেলার সুযোগ হয় তাঁর। কিন্তু হার স্বীকার করে মাঠ ছাড়তে হয়েছিল তাঁর দলকে। জীবনে একটি বারও বিশ্বকাপ ছুঁতে পারেননি।

 Published on: জুন ৩, ২০১৮ @ ১১:৫০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 8 =