রথযাত্রার আগে শিশুদের মুখে হাসি ফুটিয়ে সর্বধর্ম সমন্বয়ের এক নজির গড়লেন তৃণমূলের যুব নেতা সম্রাট তপাদার

Main দেশ ধর্ম রাজ্য
শেয়ার করুন

বারাকপুর জগন্নাথ মন্দিরে আজ বুধবার সকালে পুজো সারার পর সমাজের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রান্তিক শিশুদের হাতে রথ, জগন্নাথ দেবের প্রতিকী মূর্তি এবং পুজোর প্রসাদ তুলে দেন সম্রাট।

Published on: জুলা ৩, ২০১৯ @ ২০:৪৬

এসপিটি নিউজ, বারাকপুর, ৩জুলাই:  ‘ধর্ম যার যার উৎসব সবার’- মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথার বাস্তবতাকে তুলে ধরা হচ্ছে। আর সেই পথে হেঁটেই দলের যুব নেতা সম্রাট তপাদার আজ এক অসাধারণ কাজ করলেন। সবাই যখন রথযাত্রা উৎসব নিয়ে মেতেছে তখন সম্রাটের এমন এক ভূমিকা সর্বধর্ম সমন্বয়ের অনন্য নজির গড়ে তুলল।

রথযাত্রার আগে পেল এই উপহার

গত বছর থেকে সম্রাট তপাদার এই প্রয়াস নেওয়া শুরু করেছেন। বারাকপুর জগন্নাথ মন্দিরে আজ বুধবার সকালে পুজো সারার পর তিনি সেই মহান কাজে ব্রতী হন।যেখানে তিনি সমাজের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রান্তিক শিশুদের ডেকে নেন নিজের কাছে। এমন ১২৫জন শিশুকে রথ উপহার দেন। সেইসঙ্গে তাদের হাতে তুলে দেন জগন্নাথ দেবের প্রতিকী মূর্তি এবং পুজোর প্রসাদ। রথের ঠিক আগে এমন সুন্দর উপহার পেয়ে খুশি চেপে রাখতে পারেনি এইসমস্ত শিশুরা।

জীবনে প্রথম রথ পেয়ে আবেগতাড়িত ওরা দু’জন

এদের মধ্যে দুই শিশু তসলিমা খাতুন ও আনসার আলম তো জীবনে প্রথম রথ উপহার পেয়ে যারপরনাই খুশি। রথযাত্রা উৎসবে এবার যে তারাও রথ টানবে এবং উৎসবে শামিল হবে এই ভেবে তাদের যত না আনন্দ হচ্ছে তার চেয়ে বেশি খুশি হয়েছেন শিশুদের পরিবারের লোকজন। কেউ যে এভাবে তাদের পরিবারের শিশুদের ডেকে এনে রথ উপহার দেবেন এটা দেখে সত্যি আজ তারা আবেগতাড়িত হয়ে পড়েন। এজন্য তারা সকলে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদারকে ধন্যবাদ জানান। তিনি যে তাদের শিশুদের কথা ভেবেছেন তা তাদের মনে আনন্দ দিয়েছে।

সর্বধর্ম সমন্বয়ের অনন্য নজির

ভারতে হিন্দু হোক কিংবা মুসলমান কিংবা শিখ কিংবা খ্রিস্টান সকলের পরবে একাধিক উৎসবের আকার নেয়। আর সেখানে সর্বধর্ম সমন্বয়ের নজির তৈরি হয়। তা আমরা এর আগেও দেখেছি। তবে রথযাত্রায় সারা রাজ্যের মধ্যে বারাকপুরে শিশুদের হাতে রথ তুলে দিয়ে সর্বধর্ম সমন্বয়ের এক অনন্য নজির গড়ে তুললেন সম্রাট তা খুবই প্রশংসনীয় উদ্যোগ, বলছেন মন্দিরের পুরোহিতও।

কেন এই রথ দান-কি বললেন সম্রাট তপাদার

তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার বলেন- “রথযাত্রার উৎসবের দিনে সকলে যখন আনন্দ করবে তখন সমাজের এই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিশুগুলি কেন সেই আনন্দ থেকে বাদ যাবে তাদেরও তো অধিকার আছে এই আনন্দে অংশ নেওয়ার।আর তাই সেই সুযোগ করে দিতে গত বছরের মতো এবারেও আমরা এই সমস্ত শিশুদের হাতে রথ, জগন্নাথ দেবের প্রতীকি মূর্তি আর প্রসাদ তুলে দিলাম। শিশুদের মধ্যেই ঈশ্বরকে পাওয়া যায়, তাই তাদের মুখে হাসি ফুটলেই ঈশ্বর খুশি থাকবেন এটা আমরা যত বেশি করে বুঝব ততই সমাজ ভালো থাকবে। এলাকা ভালো থাকবে। রাজ্য ভালো থাকবে। দেশ ভালো থাকবে।আমরা এসব যত তাড়াতাড়ি বুঝব ততই হবে আমাদের মঙ্গল।”

Published on: জুলা ৩, ২০১৯ @ ২০:৪৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 13 = 15