পর্যটকদের গোলাপ ফুল আর চকোলেট দিলেন পর্যটনমন্ত্রী

Main
শেয়ার করুন

সংবাদদাতাকৃষ্ণা দাস

 

এসপ্টি নিউজ, শিলিগুড়ি,২৮ সেপ্টেম্বরঃ পর্যটনে এ রাজ্য এখনও সেভাবে মাথা তুলে দাঁড়াতে না পারলেও কি আছে! যে সমস্ত পর্যটক আসে তাদের একটু-আধটু অভ্যর্থনা জানাতে পারলে তো মন্দ হয় না। তার উপর উপলক্ষ্য যদি হয় বিশ্ব পর্যটন দিবস। তাই আজ এমন একটি দিনে দেশ-বিদেশের পর্যটকদের স্বাগত জানাতে অভিনব পন্থা বেছে নিয়েছিল উত্তরবঙ্গের কয়েকটি পর্যটন সংস্থা। তাদের আয়োজিত এক অনুষ্ঠানে এদিন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব পর্যটকদের হাতে তুলে দিলেন গোলাপ ফুল আর চকোলেট।

বিশ্ব পর্যটন দিবস উৎযাপনকে সামনে রেখে, ইস্টার্ন হিমালয়া ট্রাভেল এন্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশ দ্বারা আয়োজিত এবং রাজ্য সরকারের পর্যটন দফতরের সহযোগিতায় শুক্রবার নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে দেশ বিদেশ থেকে আসা পর্যটকদের উষ্ণ অভ্যর্থনা জানালেন খোদ রাজ্য পর্যটনমন্ত্রী গৌতম দেব। এদিন তিনি জানান, ২৭সেপ্টেম্বর থেকেই গোটা রাজ্যে বিশ্বের পাশাপাশি এই বাংলাতেও পর্যটন দিবস উৎযাপন করা হচ্ছে।

এই উপলক্ষে নানান ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই গত ২৬তারিখে বিষ্ণুপুরে এই উৎসব শুরু হয়ে গেছে। ২৭ ও ২৮ তারিখেও চলবে। এবং চন্দননগরেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে শিলিগুড়িতে সম্প্রীতি যাত্রার মধ্য দিয়ে উদযাপন শুরু হয়েছে। রয়েছে আরও নানান অনুষ্ঠান।শিশুদের বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে। এছাড়াও সিটি সেন্টারেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যা চলবে তিনদিন পর্যন্ত।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 4 =